scorecardresearch
 

Jhulan Goswami Sourav Ganguly: 'ক্রিকেটার হতে চাইলে, সানাকে ঝুলনের মতো হতে বলতাম' চাকদহ এক্সপ্রেসের অবসর নিয়ে বললেন সৌরভ

মেয়ে সানা যদি ক্রিকেটার হতে চাইতেন তবে তাঁকে ঝুলনের মত হওয়ার পরামর্শ দিতেন বলে জানিয়েছেন সৌরভ। কলকাতায় এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বোর্ড সভাপতি বলেন, ''ঝুলন একজন কিংবদন্তি।

Advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী (ফাইল চিত্র) সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী (ফাইল চিত্র)
হাইলাইটস
  • লর্ডসে শেষ ম্যাচ খেলবেন ঝুলন
  • তার আগে শুভেচ্ছা জানালেন সৌরভ

ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ঝুলন গোস্বামী (Julan Goswami)। বাংলার এই পেসার শেষ ম্যাচ খেলবেন ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে। সেই ম্যাচের আগে ঝুলনকে প্রশংসায় ভরিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর মেয়ে সানা যদি ক্রিকেটার হতে চাইতেন তবে তাঁকে ঝুলনের মত হওয়ার পরামর্শ দিতেন বলে জানিয়েছেন সৌরভ। কলকাতায় এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বোর্ড সভাপতি বলেন, ''ঝুলন একজন কিংবদন্তি। মেয়েদের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে ওর। আমি দারুণ খুশি কারণ, ঝুলন ভাল পারফর্ম করছে। দলটাও ভাল খেলছে। বাংলার মেয়ে চাকদা থেকে উঠে আসা। আমার সঙ্গেও দারুণ সম্পর্ক। সানা যদি ক্রিকেটার হতে চাইত তবে আমি ওকে ঝুলনের মত হতে বলতাম। কী অসাধারণ কেরিয়ার।''

মহিলাদের ক্রিকেট এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঝুলনের সঙ্গে অনেক বিষয় আলোচনা করেছেন বলে জানালেন বোর্ড সভাপতি। সৌরভ বলেন, ''ঝুলন হরমনপ্রীতের সঙ্গে মেয়েদের ক্রিকেটের উন্নতি নিয়ে অনেক কথা হয়। আমি ঝুলনের জন্য খুব খুশি। ৪০-এর কাছাকাছি বয়স হলেও যে ভাবে দাপিয়ে খেলে গেল তা অসাধারণ।'' সৌরভের প্রিয় লর্ডসেই নিজের শেষ ম্যাচ খেলতে নামছেন ঝুলন। আর তাই আরও বেশি খুশি সৌরভ।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুর T20 ম্যাচে খেলবেন বুমরা

 হরমনপ্রীত কৌরদের প্রশংসাও শোনা গেল বোর্ড সভাপতির গলায়। ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জেতা মহিলা দলের প্রশংসায় ভরিয়ে দিলেন সইউরভ। তিনি বলেন, ''বিদেশ সফরে গিয়ে সিরিজ জিতছে। ভারতের মেয়েরা ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দু'টো ম্যাচ জিতল। দারুণ খেলছে।'' তবে কমনওয়েলথ গেমসের ফাইনালে ভারতের মেয়েদের হারটা এখনও মন থেকে মেনে নিতে পারছেন না সৌরভ। তিনি বলেন, ''ওই ম্যাচটা যে কী করে হারল কে জানে? ভারতের মেয়েদের হাতেই ছিল ম্যাচটা। তবে ফাইনালে গিয়েছে। ভাল খেলেছে এটা বলতেই হবে।'' 

Advertisement

আরও পড়ুন: ২৩ বছর পর ইতিহাস, ইংরেজদের দেশে গিয়ে হারাল ভারতীয় মহিলা ক্রিকেট টিম

বিসিসিআই-এর পক্ষ থেকে মেয়েদের ক্রিকেটে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন বোর্ড সভাপতি। আর তার জেরেই এই সাফল্য পাওয়া যাচ্ছে বলে মনে করেন সৌরভ। তিনি বলেন, '' আমরা বিসিসিআই-এর পক্ষ থেকে অনেক জোর দিয়েছি মেয়েদের ক্রিকেটে। সারা বছর প্রচুর ম্যাচ খেলা হচ্ছে।''       

Advertisement