scorecardresearch
 

Subhman Gill Century: আহমেদাবাদে অজিদের বিরুদ্ধে সেঞ্চুরি গিলের, সমস্যা বাড়ল রাহুলের?

আহমেদাবাদে অনুষ্ঠিত বর্ডার-গাভাস্কার (Border Gavaskar Trophy) ট্রফির চতুর্থ ও শেষ টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে দারুণ শতরান করলেন ওপেনার শুভমন গিল (Subhman Gill)। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৮০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে শুভমান গিল এই সিরিজে তাঁর কেরিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করেন। 

Advertisement
কেএল রাহুল ও শুভমন গিল কেএল রাহুল ও শুভমন গিল
হাইলাইটস
  • দারুণ শতরান গিলের
  • সমস্যা বাড়ল রাহুলের

আহমেদাবাদে অনুষ্ঠিত বর্ডার-গাভাস্কার (Border Gavaskar Trophy) ট্রফির চতুর্থ ও শেষ টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে দারুণ শতরান করলেন ওপেনার শুভমন গিল (Subhman Gill)। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৮০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে শুভমান গিল এই সিরিজে তাঁর কেরিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করেন। 

তৃতীয় দিনেই সেঞ্চুরি করলেন শুভমান গিল। ইন্দোর টেস্ট হারার পর, আহমেদাবাদ টেস্টেও টিম ইন্ডিয়া সমস্যায় পড়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে শুভমান গিল ভারতের জন্য ত্রাতা হয়ে ওঠেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে টিম ইন্ডিয়াকে আহমেদাবাদ টেস্ট জিততে হবে। অস্ট্রেলিয়া পাহাড়সম রানের বিরুদ্ধে ভারতও পাল্টা আক্রমণ করেছে। টিম ইন্ডিয়া পক্ষে সেঞ্চুরি করেন শুভমান গিল, ১৯৪ বলে সেঞ্চুরি করেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ১০টি চার, ১টি ছক্কায়।   

শুভমান গিলের টেস্ট সেঞ্চুরি -
• ১১০ রান বনাম বাংলাদেশ, ২০২২
• ১২৮ রান বনাম অস্ট্রেলিয়া, ২০২৩ 

বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩-এ সেঞ্চুরি
• উসমান খ্বজা - ১৮০, আহমেদাবাদ
• রোহিত শর্মা - ১২০, নাগপুর
• ক্যামেরন গ্রিন - ১১৪, আহমেদাবাদ
• শুভমান গিল - ১২৪, আহমেদাবাদ  

আরও পড়ুন: শাকিবের হাতে মার খেলেন ফ্যান, VIRAL VIDEO ঘিরে শোরগোল

কেএল রাহুলকে সমস্যায় ফেলছেন গিল?
২৩ বছর বয়সী শুভমান গিল অল্প সময়েই নিজের ছাপ ফেলেছেন, একজন ওপেনার হিসাবে তিনি গত এক বছরে দারুণ কিছু ইনিংস খেলেছেন। আশ্চর্যের বিষয় হল শুভমান গিল ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি সহ তিনটি ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন। ফলে কেএল রাহুলের (KL Rahul) ওপর চাপ বাড়ছে।

প্রথম একদিনের ম্যাচে, টি-টোয়েন্টিতে শুভমান গিলকে ওপেনিংয়ে রাখা হয়েছিল এবং কেএল রাহুলকে মিডল অর্ডারে নামানো হয়। টেস্ট ক্রিকেটে খারাপ ফর্মের মধ্য দিয়ে যাওয়া কেএল রাহুলকে দল থেকে বাদ দেওয়া হয়েছে এবং শুভমান গিলকে প্লেয়িং-১১-এ আনা হয়েছে। আর এতেই সাফল্য পেয়েছেন ভারতের ওপেনার।

Advertisement

আরও পড়ুন: 'এই না দু-চার ঘা দিয়ে দেন'! আফ্রিদি-গম্ভীরের করমর্দন দেখে মশকরা ভক্তদের

কেএল রাহুল শেষ সেঞ্চুরি করেছিলেন ২০২১ সালের ডিসেম্বর মাসে। সেই সময় তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২৩ রানের ইনিংস খেলেন। বর্তমান টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টে কেএল রাহুল সুযোগ পেয়েছিলেন। তবে তিনি ব্যর্থ হন। মাত্র ২০, ১৭ এবং ১ রানের ইনিংস খেলেন। 

শুভমন গিলের টেস্ট কেরিয়ার

১৫ টেস্ট, ৮৬৬ রান, ৩৪.৬৪ গড় , ২ সেঞ্চুরি 

Advertisement