সুপার কাপের (Super Cup 2023) লড়াইয়ে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। রবিবারের ম্যাচে তাদের প্রতিপক্ষ ওড়িশা এফসি (East Bengal vs Odisha FC) । এবারের আইএসএল-এ (ISL) দুই বার একে ওপরের মুখোমুখি হয়েছে দুই দল। সন্ধ্যা সাড়ে আটটায় শুরু হবে ম্যাচ। মঞ্জেরী পায্যন্নাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। আইএসএল-এ ভালো খেলতে না পারলেও সুপার কাপে ভালো শুরু করতে চায় লাল-হলুদ।
কীভাবে দেখবেন LIVE ম্যাচ?
বি গ্রুপের অন্য দুটি দল হায়দরাবাদ এফসি এবং আইজল এফসি থাকায় এই ম্যাচ দারুণ গুরুত্বপূর্ণ । ওড়িশা এফসি এবং ইস্টবেঙ্গল এফসি-এর মধ্যে ম্যাচটি সোনি টেন ২ (Sony TEN 2) এবং সোনি টেন টু এইচ ডি (Sony TEN 2 HD)-তে সরাসরি সম্প্রচার করা হবে। কিক অফ হবে রাত ৮.৩০ এ। Jio ব্যবহারকারীরা Jio TV-তে লাইভ স্ট্রিম দেখতে পারবেন। ওডিশা এফসি বনাম ইস্ট বেঙ্গল এফসি হিরো সুপার কাপ 2023-এর লাইভ স্ট্রিমিংও ফ্যানকোড অ্যাপে পাওয়া যাবে। তবে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করতে হবে।
কলকাতায় প্রস্তুতি সারার পর কেরল উড়ে গিয়েছে কলকাতার দুই বড় ক্লাব। ইতিমধ্যেই দল ঘোষণা হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। মোহনবাগানও পৌঁছে যাবে কেরলে। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এবার সুপার কাপেও জিততে মরিয়া মোহনবাগান। কারণ, এই টুর্নামেন্ট জিততে পারলে এএফসি কাপে খেলার সুযোগ পাবে এটিকে মোহনবাগান।
অন্যদিকে সুপার কাপে ভালো ফল করতে মরিয়া ইস্টবেঙ্গল। মরশুমের শেষটা ভালো ভাবে করে পরের মরশুমের আগে কিছুটা আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় লাল-হলুদ ক্লাব। সুপার কাপের পরই বিদায় নেবেন দলের কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। তাঁর বিদায়ের আগে ভালো কিছু করে দেখাতে চায় ইস্টবেঙ্গল।
কেমন হতে পারে ইস্টবেঙ্গলের দল?
কমলজিৎ, উন্নিকৃষণ, ইভান গঞ্জালেজ, লালচুংনুঙ্গা, জেরি, ভিপি সুহের, সৌভিক চক্রবর্তী, লিমা, নাওরেম মহেশ, ক্লেইটন সিলভা ও জ্যাক জার্ভিস।
ইস্টবেঙ্গলের ম্যাচ
৯ এপ্রিলঃ- ইস্টবেঙ্গল (EB) বনাম ওড়িশা এফসি (OFC), পায়ানাদ স্টেডিয়াম-মাঞ্জেরি
১৩ এপ্রিলঃ- ইস্টবেঙ্গল (EB) বনাম হায়দরাবাদ এফসি (HFC), পায়ানাদ স্টেডিয়াম-মাঞ্জেরি
১৭ এপ্রিলঃ- ইস্টবেঙ্গল (EB) বনাম আইজল এফসি, পায়ানাদ স্টেডিয়াম-মাঞ্জেরি