scorecardresearch
 

Jasprit Bumrah Injury Update: চোট সারিয়ে কবে ফিরছেন বুমরা? রোহিত জানালেন...

চোটের জন্য ভারতীয় দলে (Team India) জায়গা পাচ্ছেন না ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরা (Jasprt Bumrah)। তিনি ফিরে এলে ভারতের বোলিং যে আরও শক্তিশালী হবে তা বলার অপেক্ষা রাখে না। ফলে কবে ফিরবেন বুমরা? তা নিয়ে সমর্থকদের মনে কৌতুহল রয়েছে। ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) জানিয়ে দিয়েছেন, খুব তাড়াতাড়ি ভারতীয় দলের জার্সি গায়ে দেখতে পাওয়া যাবে বুমরাকে।

Advertisement
জসপ্রীত বুমরা জসপ্রীত বুমরা
হাইলাইটস
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে দলে ফিরতে পারেন বুমরা
  • বুমরাকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ টীম ইন্ডিয়া

চোটের জন্য ভারতীয় দলে (Team India) জায়গা পাচ্ছেন না ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরা (Jasprt Bumrah)। তিনি ফিরে এলে ভারতের বোলিং যে আরও শক্তিশালী হবে তা বলার অপেক্ষা রাখে না। ফলে কবে ফিরবেন বুমরা? তা নিয়ে সমর্থকদের মনে কৌতুহল রয়েছে। ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) জানিয়ে দিয়েছেন, খুব তাড়াতাড়ি ভারতীয় দলের জার্সি গায়ে দেখতে পাওয়া যাবে বুমরাকে।

কবে ফিরছেন বুমরা?

২৯ বছর বয়সী বুমরাহ পিঠের চোটের কারণে গত বছরের সেপ্টেম্বর থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য তিনি দলে জায়গা পাননি। তবে কিছুদিন আগেই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বল করতে দেখা গিয়েছে তাঁকে। তাই মনে করা হচ্ছে, কিছুদিনের মধ্যেই ভারতীয় দলে ফিরতে পারেন তিনি। প্রথম দুই টেস্টে জায়গা না পেলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুই টেস্টে দলে আসতে পারেন বুমরা। রোহিত শর্মা বলেন, 'বুমরা সম্পর্কে খুব বেশি নিশ্চিত করে কিছু বলার জায়গায় আমি নেই। তবে আশা করি, ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি টেস্ট খেলবে।' 

আরও পড়ুন:'ও ম্যাজিশিয়ান', টিম ইন্ডিয়ার ক্রিকেটারকে প্রশংসায় ভরিয়ে দিলেন রোহিত

বুমরাকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ টিম ইন্ডিয়া

তারকা ফাস্ট বোলারকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ রোহিত শর্মা। তিনি বলেন,'আমরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না কারণ পিঠের চোট সবসময়ই গুরুতর। আমরা NCA-এর ফিজিও এবং ডাক্তারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। মেডিক্যাল টিম তাঁকে সম্পূর্ণ ফিট হওয়ার জন্য পুরো সময় দেবে।'

আরও পড়ুন: বর্ষসেরা টেস্ট দলে জায়গা হল না বিরাট-রোহিতের, কারা থাকলেন দলে?

'অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সহজ হবে না'

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী মাসে শুরু হতে যাওয়া চার টেস্টের সিরিজ সহজ হবে না বলে স্বীকার করেছেন অধিনায়ক রোহিত শর্মা। তবে বিশ্বের এক নম্বর দলের মুখোমুখি হওয়ার জন্য তাঁর দল পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ভারত অধিনায়ক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জেতার পর রোহিত আরও বলেন, 'সত্যি বলতে, আমরা র‌্যাঙ্কিং নিয়ে খুব বেশি মাথা ঘামাই না। সবাই ম্যাচ জেতার দিকেই বেশি মন দেয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেললেও আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে না।'

Advertisement

Advertisement