Team India Celebration: জিম্বাবোয়েকে হারিয়ে 'কালা চশমা' ডান্স টিম ইন্ডিয়ার, VIDEO VIRAL

নিজের প্রোফাইলে সেই ভিডিও শেয়ার করেছেন শিখর ধাওয়ান। তিনি লিখেছেন, 'আমরা এভাবেই আমাদের জয় উদযাপন করি।' অভিনব স্টেপে নাচ করতে দেখা যায় ভারতের ক্রিকেটারদের।

Advertisement
জিম্বাবোয়েকে হারিয়ে 'কালা চশমা' ডান্স টিম ইন্ডিয়ার, VIDEO VIRAL  টিম ইন্ডিয়া
হাইলাইটস
  • কালা চশমা সেলিব্রেশন টিম ইন্ডিয়ার
  • জিম্বাবোয়েকে হারাল ভারতীয় দল

জিম্বাবোয়েকে (Zimbabwe) একদিনের সিরিজে হোয়াইট ওয়াশ করে ড্রেসিংরুমে আনন্দে মেতে উঠলেন ভারতীয় দলের ক্রিকেটাররা (Team India)। বলিউডি গানে উদ্দাম নাচ করতে দেখা গেল শিখর ধাওয়ান (Shikhar Dhawan), ইশান কিশান (Ishan Kishan), মহম্মদ সিরাজদের (Mohammad Siraz)। জিম্বাবয়েকে হারানোর পর কালা চশমা গানে সঙ্গে নাচলেন টিম ইন্ডিয়ার সদস্যরা। 'কালা চশমা' গানে নাচলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা সেই ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

ভিডিও শেয়ার করেছেন ধাওয়ান

নিজের প্রোফাইলে সেই ভিডিও শেয়ার করেছেন শিখর ধাওয়ান। তিনি লিখেছেন, 'আমরা এভাবেই আমাদের জয় উদযাপন করি।' অভিনব স্টেপে নাচ করতে দেখা যায় ভারতের ক্রিকেটারদের। মজা করেন শুভমন গিলও। তবে এই ভিডিওতে দেখা যায়নি অধিনায়ক কেএল রাহুলকে। নাচের পাশাপাশি শ্যাম্পেন ঝাঁকিয়েও এই সিরিজ জয় উদযাপন করতে দেখা যায়, ভারতীয় দলের কয়েকজন সদস্যকে। 

আরও পড়ুন: আরও এক বিদেশি প্লেয়ার সই করাল ইস্টবেঙ্গল, এই নিয়ে ৬ জন

 

আরও পড়ুন: প্রেমের নাম 'মোহনবাগান VS ইস্টবেঙ্গল,' বৃষ্টির ময়দানেই লম্বা লাইন টিকিটের

সেঞ্চুরি শুভমন গিলের
এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক কে এল রাহুল। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৯ করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে দুরন্ত শতরান করেন শুভমন গিল। ভেঙে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড।

আরও পড়ুন: ক্রিকেটের উন্নয়নে CAB-র সাহায্যপ্রার্থী চিন, হতে পারে মউ চুক্তি

ভারতের চিন্তা বাড়িয়েছিলেন সিকন্দর রাজা। পাকিস্তানে জন্মান এই ক্রিকেটার আর একটু হলে ভারতকে একাই হারিয়ে দিতে পারতেন। তবে শেষ অবধি তা হয়নি। তিন ম্যাচের মধ্যে তৃতীয় ম্যাচেই প্রথমবার শেষ ওভারে ম্যাচের নিস্পত্তি হল।


১৩ রানে জিতল টিম ইন্ডিয়া 
ভারতের ২৮৯ রানের জবাবে ব‍্যাট করতে নেমে ২৭৬ রানে শেষ হয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। দুরন্ত খেলেন সিকন্দর রাজা। একাই ১১৫ রান করেন তিনি। ৪৫ রান করেন উইলিয়ামস। ভারতের হয়ে তিন উইকেট তুলে নেন আভেশ খান। দু'টি করে উইকেট নেন অক্ষর প‍্যাটেল, কুলদীপ যাদব এবং দীপক চাহার। একটি উইকেট নেন শার্দুল ঠাকুর।  

Advertisement

   

POST A COMMENT
Advertisement