scorecardresearch
 

Umesh Yadav: ৪৪ লক্ষ টাকা প্রতারণার শিকার উমেশ যাদব, অভিযুক্ত প্রাক্তন ম্যানেজার

প্রতারণার শিকার হলেন টিম ইন্ডিয়ার (Team India) পেসার উমেশ যাদব (Umesh Jadav)। নাগপুরের কোরাডিতে, উমেশ যাদব তাঁর প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। প্রায় ৪৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে উমেশের প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে। টিম ইন্ডিয়ার পেসারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
উমেশ যাদব উমেশ যাদব
হাইলাইটস
  • ৪৪ লক্ষ টাকা প্রতারণার শিকার উমেশ
  • অভিযোগ দায়ের করলেন টিম ইন্ডিয়ার পেসার

প্রতারণার শিকার হলেন টিম ইন্ডিয়ার (Team India) পেসার উমেশ যাদব (Umesh Jadav)। নাগপুরের কোরাডিতে, উমেশ যাদব তাঁর প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। প্রায় ৪৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে উমেশের প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে। টিম ইন্ডিয়ার পেসারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

কী ভাবে প্রতারণার শিকার হলেন উমেশ? 

তথ্য অনুযায়ী, উমেশ যাদব তাঁর প্রাক্তন ম্যানেজার শৈলেশ ঠাকরের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন। উমেশ যাদবের আয়, ব্যাঙ্কের বিবরণ এবং অন্যান্য সমস্ত বিষয় দেখার দায়িত্ব ছিল শৈলেশের ওপরে। তবে উমেশ যাদবের অভিযোগ, তাঁর কাছ থেকে টাকা নিয়ে কোনও কাজ করেননি তাঁর ম্যাবেজার।  

আরও পড়ুন:দুরন্ত বোলিং ভারতের, মাত্র ২০ ওভারে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় রোহিতদের

যে মামলায় অভিযোগ দায়ের করা হয়েছে তা সম্পত্তি সম্পর্কিত। উমেশ যাদব একটি সম্পত্তি কেনার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্টে ৪৪ লক্ষ টাকা জমা করেছিলেন। কিন্তু শৈলেশ ঠাকরে এই টাকা তুলে নিয়ে নিজের নামে সম্পত্তি কিনে নেন। এই টাকা ফেরত পাননি উমেশ যাদব।  

আরও পড়ুন: RCB-র ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক! বদলে গেল প্রোফাইল পিকচার

ভারতীয় ক্রিকেটার তার টাকা ফেরত চাইলেও তা পাননি বলে অভিযোগ। শৈলেশ ঠাকরে এখন পলাতক। এরপর থানায় অভিযোগ দায়ের করেন ভারতীয় দলের পেস বোলার। নাগপুর শহরের কোরাডিতে আইপিসির ৪০৬, ৪২০ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পেয়েছেন উমেশ
উমেশ যাদব অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা পেয়েছেন। তিনি টিম টিম ইন্ডিয়ার পেস ব্যাটারির অন্যতম শক্তি হয়ে উঠতে পারেন। উমেশ যাদব এখনও পর্যন্ত ভারতের হয়ে ৫৪ ম্যাচে ১৬৫টি উইকেট নিয়েছেন। ভারতের হয়ে ৭৫টি ওয়ানডে ম্যাচও খেলেছেন উমেশ। ১০৬টি উইকেট রয়েছে তাঁর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) নিরিখে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তাই এই সিরিজে ভাল পারফর্ম করতে মুখিয়ে থাকবেন ভারতের এই ফাস্ট বোলার। এই সিরিজ জিততে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে ভারতীয় দল। 

Advertisement

Advertisement