
দীর্ঘদিন ধরেই সেঞ্চুরি আসছে না বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে। পরপর ক্রিকেট খেলে ক্লান্ত ভারতের প্রাক্তন অধিনায়ক। আর তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তিনি। পাঁচ ম্যাচের এই সিরিজে বিরাট ছাড়াও দলে নেই রোহিত শর্মা, জিসপ্রীত বুমরার মত তারকা ক্রিকেটাররা। ক্রিকেট মাঠ থেকে অল্প বিরতি নিলেও বিরাটকে নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা এক ফোঁটাও কমেনি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বিরাট কোহলির ফলোয়াররা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে নতুন রেকর্ড গড়লেন কোহলি। তিনি বিশ্বের প্রথম ক্রিকেটার হয়েছেন যার ২০০ মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ার রয়েছে।
রোনাল্ডো প্রথম এবং মেসি দ্বিতীয়
আপনি যদি সারা বিশ্বের ক্রীড়াঙ্গনের অভিজ্ঞদের অনুগামীদের তালিকার দিকে তাকান, তাহলে কোহলি তৃতীয় স্থানে রয়েছেন। ইনস্টাগ্রামে বিশ্বের সবচেয়ে বেশি ফলো করা তারকা ফুটবলার হলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তার পরেই রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। রোনাল্ডোর পরে ৪৫১ মিলিয়ন (৪৫১ মিলিয়ন) এবং মেসি (৩৩৪ মিলিয়ন)।
সর্বাধিক অনুসরণ করা ক্রীড়া কিংবদন্তি
ক্রিশ্চিয়ানো রোনালদো - ৪৫১ মিলিয়ন
লিওনেল মেসি - ৩৩৪ মিলিয়ন
বিরাট কোহলি - ২০০ মিলিয়ন
নেমার জুনিয়র - ১৭৫ মিলিয়ন
লেব্রন জেমস - ১২৩ মিলিয়ন
আরও পড়ুন: সম্প্রচার-সত্ত্বে ৬০ হাজার কোটি আয় করবে BCCI, নজরে এই ৫ কোম্পানি
আফ্রিকা সিরিজ থেকে বিশ্রাম পেয়েছেন কোহলি
সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) খেলতে দেখা গেছে বিরাট কোহলিকে। কোহলি এই আইপিএল 2022 মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এর হয়ে মোট ১৬টি ম্যাচ খেলেছেন, ২২.৭৩ গড়ে মাত্র ৩৪১ রান করেছেন। গোটা টুর্নামেন্টে তিনি মাত্র দুটি অর্ধ শতরান করেছেন এবং তিনবার গোল্ডেন ডাকে আউট হন। ৯ জুন থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। এই সিরিজে কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে।