দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জেতার পর, বাচ্চাদের মতো ফান পার্কে সময় কাটালেন বিরাট কোহলি। ঘরের মাঠে দিল্লিকে ২৩ রানে হারানোর পর খোশমেজাজে দেখা গেল বিরাটকে। এখনও অবধি আইপিএল-এ দারুণ ছন্দে রয়েছেন বিরাট। ৪ ম্যাচে করেছেন তিনটি হাফ সেঞ্চুরি। শনিবারও দিল্লির বিরুদ্ধে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান করে আরসিবি। আর সেই ইনিংসে বিরাটের একটি হাফ সেঞ্চুরিও ছিল।
কোহলি বাচ্চাদের বিনোদন পার্ক থেকে নিজের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবির ক্যাপশনে কোহলি লিখেছেন ‘দিল তো বাচ্চা হ্যায় জি।’ নেটদুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে কিং কোহলির সেই ছবি। সেই ছবিতে অনেক কমেন্টও বেশ ভাইরাল হয়েছে। একজন লিখেছেন, 'মাঝে মাঝে এভাবে বাচ্চা হয়ে যাওয়া সীমাহীন আনন্দ দেয়।' আরেক ব্যবহারকারী লিখেছেন, 'প্রত্যেকেরই উচিত, এভাআবে নিজের ভেতরের বাচ্চাটাকে এ ভাবে জাগিয়ে রাখা। অন্য এক ব্যবহারকারীর মন্তব্য, 'অনুষ্কা শর্মা বলছেন, ভামিকাকে দুষ্টুমি শেখাচ্ছেন বিরাটই।'
আরও পড়ুন: সৌজন্যটুকুও নেই? ম্যাচ শেষ হতে এ কী করলেন সৌরভ-বিরাট!
শনিবার আইপিএলের দুটি ম্যাচ ছিল। ডাবল হেডারের প্রথম ম্যাচে আরসিবি মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালসের। বিরাট কোহলিকে সমর্থন করতে গ্যালারিতে হাজির হয়েছিলেন অনুষ্কা শর্মা। আরসিবির ক্যাপ্টেন ফাফ ডু’প্লেসির স্ত্রী ইমারির পাশ থেকে ভিআইপি বক্সে অনুষ্কাকে ম্যাচ উপভোগ করতে দেখা যায়।
আরও পড়ুন: সৌরভকে জাগাতে ঘর ভাসিয়ে ছিলেন সচিন, জানুন দুই কিংবদন্তীর গল্প
দিল্লির বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করার পাশাপাশি ম্যাচে তিনটি ক্যাচ নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বিরাট। ম্যাচ শেষ হওয়ার পর, স্ত্রী অনুষ্কার সঙ্গে সেলিব্রেট করেছেন বিরাট। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঠিক যেমন ভাইরাল হয়েছে, শনিবার বেঙ্গালুরুতে দিল্লিকে ২৩ রানে হারানোর পর সৌরভ গঙ্গপাধ্যায়ের সঙ্গে করমর্দন না করার ভিডিওটিও। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেটের পদে রয়েছেন সৌরভ। এখনও অবধি আইপিএল-এ (IPL 2023) একটাও ম্যাচ জিততে পারেনি দিল্লি। টানা পাঁচ হেরেছে তাঁরা। শনিবার বিরাটদের বিরুদ্ধে হারের পর স্বাভাবিক নিয়মেই সৌরভ বিপক্ষের ক্রিকেটারদের শুভেচ্ছা জানাতে যান। আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি সহ অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতেও দেখা যায় সৌরভকে (Sourav Ganguly)। কিন্তু ফাফের পরই দাঁড়িয়ে ছিলেন বিরাট। ভিডিওতে দেখা গিয়েছে, সৌরভ বা বিরাট কেউই কারও দিকে হাত মেলাতে এগিয়ে যাননি। সৌরভ বাকি সকলের সঙ্গে হাত মেলালেও বিরাটের হাতে হাত ছোঁয়াননি। যদিও ব্যাপারটি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত সেটা স্পষ্ট নয়।