scorecardresearch
 

WTC Final 2023: WTC ফাইনালে টিম ইন্ডিয়ার উইকেট কিপার কে? সম্ভাব্য একাদশ রইল

আইপিএল শেষ হওয়ার পর এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে খেলতে নামছে ভারত ও অস্ট্রেলিয়া। পরপর দুইবার ভিশব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা ভারতের সামনে প্রথমবার এই ট্রফি জেতার সুযোগ রয়েছে। গতবার ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হলেও হেরে যেতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। 

Advertisement
টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া
হাইলাইটস
  • বুধবার থেকে শুরু টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
  • মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

আইপিএল শেষ হওয়ার পর এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে খেলতে নামছে ভারত ও অস্ট্রেলিয়া। পরপর দুইবার ভিশব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা ভারতের সামনে প্রথমবার এই ট্রফি জেতার সুযোগ রয়েছে। গতবার ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হলেও হেরে যেতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। 


তবে এবার ওভালে আইসিসি ট্রফি খরা কাটতে পারে ভারতের। যদিও রোহিত শর্মাদের চিন্তায় রেখেছে আরও একটা বিষয়। দলে ভালো অভিজ্ঞ উইকেটকিপারের অভাব রয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে যা সমস্যা করতে পারে। ভারতীয় দলে সুযোগ পাননি অভিজ্ঞ ঋদ্ধিমান সাহা। দলে রয়েছেন ইশান কিশান ও শ্রীকর ভরত। ভারতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা থাকলেও ভরত কিন্তু নিজেকে মেলে ধরতে পারেননি। ব্যাটিং-এর পাশাপাশি কিপিং-এও তাঁর কিছু ভুল ভারতীয় দলেকে বেশ চাপে রাখতে পারে। তবে সেই কথা বিচার করেই বুধবার থেকে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইশান কিশানকে খেলানোর সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: WTC ফাইনালে বৃষ্টির শঙ্কা, ড্র হলে কারা চ্যাম্পিয়ন হতে পারে?


ওপেনিং নিয়েও ধন্ধে রয়েছেন রোহিতরা। WTC ফাইনালে রোহিতের সঙ্গে কে ওপেন করবেন? তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। ইশান কিশান দলে থাকলেও ওপেন করতে নামতে পারেন দুরন্ত ছন্দে থাকা শুভমন গিল। পরের দিকে ইশানকে নামানো হতে পারে। তবে ওপেনিং কম্বিনেশনের ওপর অনেকটাই নির্ভর করবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের ভাগ্য। আইপিএল-এ একেবারেই ফর্মে ছিলেন না রোহিত। এবার তাঁকে বড় রান করতেই হবে। 

আরও পড়ুন: সফট সিগনাল, হেলমেট থেকে ফ্লাড লাইট, টেস্ট সেরার ফাইনালে যা যা বদলাল


ডব্লিউটিসি ফাইনালের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কেএস ভারত (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, জয়দেব উনাদকট , উমেশ যাদব, ইশান কিষাণ (উইকেটরক্ষক)।

Advertisement

স্ট্যান্ডবাই খেলোয়াড়: যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার, সূর্যকুমার যাদব।
 

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ইশান কিশান, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।

ডব্লিউটিসি ফাইনালের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (সি), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), উসমান খাজা, মারনাস লাবুসচেন, নাথান লিয়ন, টড মারফি, মাইকেল নেসার , স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার

স্ট্যান্ডবাই খেলোয়াড়: মিচেল মার্শ, ম্যাথিউ রেনশ।
 

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস ল্যাবুসচেন, স্টিভ স্মিথ, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, নাথান লিয়ন।

Advertisement