scorecardresearch
 

WTC Point Table: ইংল্যান্ডকে হারিয়ে বিরাট লাভ ভারতের, দেখে নিন WTC পয়েন্ট টেবিল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠে গেল ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে রোহিত শর্মার ভারত। ভারতীয় দল ঘরের মাঠে এই সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠে এসেছে। ৯ ম্যাচের মধ্যে ছয়টি জয় ও দু'টি হার ও একটি ড্র। 

Advertisement
Rohit sharma Rohit sharma
হাইলাইটস
  • শীর্ষে উঠে এল টিম ইন্ডিয়া
  • ৪-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship 2024) শীর্ষে উঠে গেল ভারতীয় দল (Team India)। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। ভারতীয় দল ঘরের মাঠে এই সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠে এসেছে। ৯ ম্যাচের মধ্যে ছয়টি জয় ও দু'টি হার ও একটি ড্র। 

কত পয়েন্ট টিম ইন্ডিয়ার?
স্লো ওভার রেটের জন্য ২ পয়েন্ট কাটা গেলেও ৯ ম্যাচের মধ্যে ৬টি ম্যাচ জিতে ভারতের খাতায় রয়েছে ৭৪ পয়েন্ট। টিম ইন্ডিয়া ৬৮.৫১ শতরাং হারে পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের এক নম্বরে রয়েছে। নিউজিল্যান্ড রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের দ্বিতীয় স্থানে। কিউয়িদের খাতায় রয়েছে ৬০.০০ শতাংশ হারে ৩৬ পয়েন্ট। ১১টি টেস্টে ৭টি জয় তুলে নেওয়া অস্ট্রেলিয়া হয়েছে লিগ টেবিলের তিন নম্বরে। তারা ৩টি টেস্ট হেরেছে এবং ১টি টেস্ট ড্র করেছে। অস্ট্রেলিয়ার খাতায় রয়েছে ৫৯.০৯ শতাংশ হারে ৭৮ পয়েন্ট। অজিদের ১০ পয়েন্ট কাটা গিয়েছে স্লো ওভার রেটের জন্য। ১০ ম্যাচের মধ্যে ৩টিতে জয় পেয়েছে ইংল্যান্ড। তারা ৬টি টেস্ট হেরেছে এবং ১টি টেস্ট ড্র করেছে। আপাতত ইংল্যান্ডের সংগ্রহ ১৭.৫ শতাংশ হারে ২১ পয়েন্ট। তাদের ১৯ পয়েন্ট কাটা গিয়েছে গত অ্যাশেজ সিরিজে স্লো ওভার-রেটের জন্য। এই মুহূর্তে ইংল্যান্ড অবস্থান করছে লিগ টেবিলের ৮ নম্বরে।

কত নম্বরে বাংলাদেশ?
বাংলাদেশ এখনও পর্যন্ত মাত্র দু’টি টেস্ট খেলেছে। ৫০ শতাংশ পয়েন্ট পেয়েছে তারা। তালিকায় চার ও পাঁচ নম্বরে রয়েছে যথাক্রমে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশের পয়েন্ট ১২। পয়েন্টের শতাংশ ৫০.০০। পাকিস্তানের পয়েন্ট (২২) বাংলাদেশের থেকে বেশি হলেও পয়েন্টের শতাংশ কম (৩৬.৬৬)।

Advertisement

পঞ্চম টেস্টে প্রথম ইনিংসে ভারতীয় দল ইংল্যান্ডকে মাত্র ২১৮ রানে অলআউট করে। ভারতীয় দল ব্যাট করতে নেমে ৪৭৭ রান করে। সেঞ্চুরি করেন ক্যাপ্টেন রোহিত শর্মা ও শুভমন গিল। হাফ সেঞ্চুরি করেন ওপেনার জয়সওয়াল। প্রথম ম্যাচ খেলতে নামা দেব্দত্ত পাডিক্কল ৬৫ রানের ইনিংস খেলেন। ৫৬ রান করেন সরফরাজ খান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৯৫ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ফলে ইনিংস ও ৬৪ রানে।      

আরও পড়ুন


        

Advertisement