Avani Lekhara: ইতিহাসে অবনী লেখারা! টোকিও প্যারালিম্পিক্সে সোনা জিতলেন তিনি। ১০ মিটার এয়ার রাইফেলে প্রথম স্থান তাঁর।
মোদীর শুভেচ্ছা
তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তিনি টুইটে লিখেছেন, অসাধারণ পারফর্ম্যান্স! কঠোর পরিশ্রমের ফল হিসেবে পাওয়া সোনার জন্য শুভেচ্ছা। শুটিংয়ের প্রতি অসম্ভব ভালবাসা এই সাফল্য এনে দিয়েছে। ভারতীয় খেলার জগতে এ এক ঐদিহাসিক সময়। ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা।
Phenomenal performance @AvaniLekhara! Congratulations on winning a hard-earned and well-deserved Gold, made possible due to your industrious nature and passion towards shooting. This is truly a special moment for Indian sports. Best wishes for your future endeavours.
— Narendra Modi (@narendramodi) August 30, 2021
তাঁকে (Avani Lekhara) শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুটিংয়ে ইতিহাস
১৯ বছরের অবনী (Avani Lekhara) ১০ মিটার এয়ার রাইফেল থেকে দেশকে সোনা এনে দিলেন। তিনি ২৪৯.৬ স্কোর করেছেন। আর সোনা জয় নিশ্চিত করেছেন। প্যারালিম্পিক্সে শুটিংয়ে এটাই ভারতের প্রথম সোনা।
Our young and talented para shooter @AvaniLekhara is ready to compete in 10m AR Standing SH 1 Qualification match in some time at #Tokyo2020
— SAI Media (@Media_SAI) August 29, 2021
Watch this space for updates and send in your #Cheer4India messages #Praise4Para #Paralympics pic.twitter.com/dVp2iMegWa
জয়পুর কন্যার জয়
তিনি ফাইনালে ২৪৯.৬ স্কোর করেছেন। আর বিশ্ব রেকর্ডের সমান স্কোর করে জিতেছেন সোনা। তিনি চীনের ঝাং কুইপিং এবং ইউক্রেনের ইরিয়ানা শৌতনিককে হারালেন।
প্রথম ভারতীয় মহিলা
আর এক কৃতিত্ব তাঁর দখলে গিয়েছে। আর সেটি হল তিনি প্যারালিম্পিক্সে সোনাজয়ী প্রথম মহিলা। এর পাশাপাশি শুটিংয়ে ভারতের প্রথম পদক এটি।
রবিবার প্যারালিম্পিক্সে টেবিল টেনিসে ভাবিনা প্যাটেল জিতেছিলেন রুপো। তিনি চিনের প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে গিয়েছেন।
ভাবিনা ইতিহাসের খাতায় নিজের নাম তুলে নিলেন। প্য়ারালিম্পিক্সে টেবিল টেনিসে প্রথম ভারতীয় পদকজয়ী তিনি।
ভাবিনার কীর্তি
শুক্রবার তিনি পৌঁছে গিয়েছিলেন টেবিল টেনিসের সেমিফাইনালে। আর তখনই গড়ে ফেলেছিলেন ইতিহাস। তিনি প্রথম ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় যিনি প্যারালিম্পিক্সের সেমিফাইনালে পৌঁছেছিলেন। তিনি কোয়ার্টার ফাইনালে সার্বিয়ার বোরিস্লাভা রাঙ্কোভিচকে ১১-৫, ১১-৬ এবং ১১-৭-এ হারিয়ে দেন।
১৩ বছর আগে...
তিনি গুজরাতের মেহসাণার বাসিন্দা। ১৩ বছর আগে আহমেদাবাদের বস্ত্রাপুর এলাকার নেত্রহীন সঙ্ঘ থেকে খেলা শুরু করেন। তিনি দিব্যাঙ্গদের তরফে আইটিআই ছাত্রী ছিলেন। পরে তিনি দৃষ্টিহীন খেলোয়াড়দের টেবিল টেনিস খেলো দেখেন। আরতারপর সিদ্ধান্ত নেন তিনিও শুরু করবেন।