Advertisement

VIDEO: ক্রিকেট থেকে অভিনয়ের জগতে, নতুন পথ চলা শুরু সংস্কারের

ক্রিকেটার বিরাট কোহলিকে (Virat Kohli) নিজের আইডল IDOL হিসাবে বেছে নেওয়া কলকাতা প্রথম ডিভিশনের ক্রিকেট ক্লাবের প্রতিভাসম্পন্ন ক্রিকেটার হুগলি চাপদানির একটি গরিব জুট মিল শ্রমিক এলাকা থেকে উঠে আসা ইসান ওরফে সংস্কার মিশ্রা টলিউডে " নাহি লাগতা " (Nahi Lagda) নামক একটি নোটবুক মিউজিক ভিডিওয়োর মাধ্যমে মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের ডেবিউ (DEBUT) করলেন। সংস্কার একদিন ভারতের অধিনায়ক বিরাট কোহলির মত ক্রিকেট বিশ্বে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন। উনি জানিয়েছেন, ক্রিকেট ওনার Passion ও প্রথম পছন্দ আর মিউজিক (Music) হচ্ছে ওনার আরেকটি পছন্দের বিষয়।

Advertisement