আই লিগ (I League) জিতে এবার আইএসএল-এ (ISL) খেলার যোগ্যতা অর্জন করেছে মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। কলকাতার তিন বড় ক্লাব এবার ভারতের সর্বোচ্চ লিগে। প্রথমবার ISL-এ ওঠার পরে প্রথমবার কোনও ডিজিটাল মিডিয়ার সামনে মুখ খুললেন মহামেডানের ইনভেস্টর বাঙ্কারহিল (Bunkerhill) কর্তা দীপক কুমার সিং (Dipak Kumar Singh) ও ক্লাব কর্তা দিপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)। উঠে এল ডেভিডের প্রসঙ্গ। পরের বার আইএসএল-এর পরিকল্পনা নিয়েও কথা বললেন তাঁরা।
exclusive interview mohammedan sporting club official