সদ্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। ক্রিকেটের কিংকে সম্মান জানাতে বেঙ্গালুরুতে সাদা জার্সি পরে হাজির হচ্ছেন বিরাটভক্তরা। ১৮ নম্বরের সাদা জার্সি বিকোচ্ছে স্টেডিয়ামের বাইরে। এক বিরাটভক্ত বললেন,'এত তাড়াতাড়ি ইস্তফা দেওয়া ঠিক হয়নি। আর একটু খেলতে পারতেন'।