scorecardresearch
 

Sunil Chhetri Goal Controversy: কেরলের বিরুদ্ধে সুনীলের গোল নিয়ে নজিরবিহীন বিতর্ক, FIFA-র নিয়ম কী বলছে ?

Sunil Chhetri Goal Controversy: কেরলের বিরুদ্ধে সুনীলের গোল নিয়ে নজিরবিহীন বিতর্ক, FIFA-র নিয়ম কী বলছে ?

প্লে অফের মাঝেই দল তুলে নিল কেরল ব্লাস্টার্স। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দল তুলে নিল তারা। বিষয়টি শুরু হয়েছিল ম্যাচের ৯৭ মিনিটে বেঙ্গালুরুর ফ্রিকিক পাওয়া নিয়ে। ফ্রিকিক থেকে একটি গোল করেন অধিনায়ক সুনীল ছেত্রী। আর এর জেরেই প্রতিবাদে ফেটে পড়েন কেরল ফুটবলাররা। এমন দল তুলে নেওয়ার ঘটনা কলকাতা ময়দানে নতুন না হলেও আইএসএল-এ এমন ঘটনা প্রথম।

Sunil Chhetri Goal Controversy