scorecardresearch
 
Advertisement

U-19 Women World Cup-Richa Ghosh: ঘরে ফিরলে আরও আনন্দ, চ্যাম্পিয়ন টিমের মেয়ে রিচা ঘোষের অপেক্ষায় শিলিগুড়ি

U-19 Women World Cup-Richa Ghosh: ঘরে ফিরলে আরও আনন্দ, চ্যাম্পিয়ন টিমের মেয়ে রিচা ঘোষের অপেক্ষায় শিলিগুড়ি

মেয়েদের অনুর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তারপর একটা রাত কেটে গিয়েছে। কিন্তু এখনও যেন ঘোর কাটছেন না দেশের। কিশোরী মেয়েদের এই সাফল্যে উচ্ছ্বসিত দেশের প্রাক্তন-বর্তমান খেলোয়াড়রা। আর তার নিজের শহর শিলিগুড়ি যেন আরও বেশি করে সেই ঘোরে আচ্ছন্ন হয়ে রয়েছে। কারণ ঘরের মেয়ে রিচা ঘোষ চ্যাম্পিয়ন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ও উইকেটকিপার ছিলেন। যদিও ফাইনালে ব্য়াট করার সুযোগ আসেনি। তার আগেই কাপজেতা হয়ে গিয়েছে দলের। তাতে কী? গোটা শহর এখনও মুগ্ধ আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে। ছেলেদের বা পুরুষদের ব্য়র্থতা ঘুচিয়েছেন মেয়েরা। এমনটাই মনে করছে সকলে। রিচাদের খেলা গোটাটাই দেখেছেন মা স্বপ্নাদেবী। তিনি এখন মেয়ের অপেক্ষায়। মেয়ে ফিরলে হবে সেলিব্রেশন জানিয়ে দিয়েছেন তিনি। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদ মা-মেয়েতে সপরিবারে নিতে চান জানাতে দ্বিধা করেননি। সোমবার সকাল পর্যন্ত কথা হয়নি। হলে শুভেচ্ছা জানাবেন। সিনিয়র দলের হয়ে এবার জিততে হবে কাপ। সেটাও মনে করিয়ে দেবেন বলে জানাচ্ছেন তিনি। কী কী খেতে ভালবাসে মেয়ে, তার লিস্ট তৈরি করছেন মনে মনে। জানালেন নিজের মনের কথা।

Siliguri Girl Under 19 Women World Cup cricketer Richa Ghosh

Advertisement