Advertisement

Virat Kohli Dance:ম্যাক্সওয়েলের বিয়ের পার্টিতে বিরাটের পুষ্পা ডান্স

আইপিএল ২০২২ মরসুমের মাঝখানে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তার তারকা খেলোয়াড় গ্লেন ম্যাক্সওয়েলের জন্য বিয়ের পার্টির আয়োজন করেছিল। এই পার্টিতে দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি সহ অন্যান্য খেলোয়াড়দেরও মজা করতে দেখা গেছে। সেই পার্টির ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। এতে দক্ষিণ ভারতীয় ছবি 'পুষ্পা'-র 'ও আন্তাভা' গানটি শোনা যাচ্ছে। এতে বিরাট কোহলিকে পুষ্পার নায়কের স্টাইলে নাচতেও দেখা যায়।

virat kohli dance pushpa song

Advertisement