Advertisement

East Bengal ISL Mamata: মোহনবাগান একটা করে জিতছে...ইস্টবেঙ্গল বেচারা: মমতা

ভারতসেরা মোহনবাগান। অন্যদিকে, পড়শি ক্লাব ইস্টবেঙ্গলের পারফরম্যান্স আশানুরূপ নয়। ট্রফি জেতা তো দূরের ডার্বিতেও পরপর হার। টানা ৮টা ডার্বি হেরেছে লাল হলুদ শিবির। মন ভেঙে গিয়েছে সমর্থকদের। মোহনবাগানের আইএসএল জয়ের সংবর্ধনা অনুষ্ঠানে গিয়ে সেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বুঝিয়ে দিলেন, কেন ইস্টবেঙ্গল পিছিয়ে পড়েছে! এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'মোহনবাগান একটা করে জিতছে...ইস্টবেঙ্গল বেচারা, ওরা তো এবার ভালো করে তৈরি করতে পারেনি। আমি ওদের দোষ দিচ্ছি না। আমার কাছে সবাই সমান। যখন ওরা শুরু করেছে, অনেক দেরি হয়ে গিয়েছিল। ওরা টিমটাও ভালো করে তৈরি করতে পারেনি। কারণ ওদের আর্থিক অসুবিধা ছিল।

Advertisement
POST A COMMENT