'দুয়ারে সরকার'-এর ক্যাম্পে লাইন পড়েছে জেলায় জেলায়। আর তা নিয়ে BJP-র রাজ্য সভাপতি বলেছিলেন, ৫০০ টাকার জন্য সাধারণ মানুষকে ভিখারির মতো লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে।' এই মন্তব্য ঘিরে দানা বেঁধেছে বিতর্ক।
দিলীপ ঘোষের এই 'ভিখারি' মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার নারায়ণগড়ের খালিনাতে বিক্ষোভ দেখান মহিলাদের একাংশ। তাঁদের অভিযোগ, বিজেপির রাজ্য সভাপতি ভিখারি বলে রাজ্যের মহিলাদের অপমান করেছেন। এমন কথা বলার অধিকার দিলীপ ঘোষের নেই।
এদিন সকালে খালিনা হাইস্কুলে দুয়ারে সরকারের ক্যাম্পের সামনে দিলীপ ঘোষের মন্তব্যের বিরুদ্ধে মিছিল করেন মহিলারা। তারপর বিক্ষোভ দেখান। তাঁদের সঙ্গে ছিল দিলীপ ঘোষ বিরোধী পোস্টার।
শুধু তাই নয়। দিলীপ ঘোষের ছবিতে গোবরও লেপে দেন মহিলারা। তারপর কুশপুতুল পোড়ান। কয়েকশো মহিলা এই কর্মসূচিতে অংষ নিয়ে ছিলেন।
বিক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, BJP-র রাজ্য সভাপতি রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অসম্মান করতে গিয়ে রাজ্যবাসীকে অসম্মান করেছেন। যা কখনও অভিপ্রেত নয়।