scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

ঘাসফুলে যোগ দিয়ে জেডিএ-এর চেয়ারম্যান পদ পুরস্কার পেলেন বিজেপির গঙ্গা

ত়ৃণমূলে যোগ দেওয়ার পুরস্কার নিচ্ছেন গঙ্গাপ্রসাদ
  • 1/11

গোটা রাজ্যে বিজেপির হয়ে অন্যতম সফল জেলা সভাপতির পদ ছেড়ে তৃণমূলে যোগদান করা গঙ্গাপ্রসাদ শর্মাকে পুরস্কার স্বরূপ জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটি(জেডিএ) বোর্ডের চেয়ারম্যান পদের দায়িত্ব দিল তৃণমূল।
 

ত়ৃণমূলে যোগ দেওয়ার পুরস্কার নিচ্ছেন গঙ্গাপ্রসাদ
  • 2/11

ভারত-ভুটান সীমান্তের জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির বোর্ডের দায়িত্ব নিয়েই জেডিএ’র অসমাপ্ত কাজগুলি দ্রুত শেষ করার উপর জোর দিলেন গঙ্গাপ্রসাদ শর্মা। এতদিন অনিয়ম নিয়ে বিরোধিতা করেছেন, এবার পক্ষে বলবেন তিনি।

ত়ৃণমূলে যোগ দেওয়ার পুরস্কার নিচ্ছেন গঙ্গাপ্রসাদ
  • 3/11

চাহিদা মতো অর্থাভাবে সংকটে থাকা জেডিএর উন্নয়নের জন্য গঙ্গা প্রসাদ শর্মা আলিপুরদুয়ার জেলা পরিষদের কাছে অর্থের আবেদন করেছেন।জেডিএ’র অন্তর্গত দলসিংপাড়া, জয়গাঁ-১ ও ২ এই তিনটি পঞ্চায়েতে এলাকায় তিনি উন্নয়নের কাজ শুরু করতে চাইছেন।

 

Advertisement
ত়ৃণমূলে যোগ দেওয়ার পুরস্কার নিচ্ছেন গঙ্গাপ্রসাদ
  • 4/11

জেডিএ ফাণ্ড এই মুহূর্তে প্রবল অর্থ সংকটে।  শুধুমাত্র বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্টের (বিএডিপি) কিছু টাকা জেডিএ’র ফাণ্ডে পড়ে আছে।

 

ত়ৃণমূলে যোগ দেওয়ার পুরস্কার নিচ্ছেন গঙ্গাপ্রসাদ
  • 5/11

ফলে রাজনৈতিক মহল মনে করছে এই মুহুর্তে রাজ্য সরকারের কাছে জেডিএ ফাণ্ডের জন্য টাকা আনাটাই একটা বড় চ্যালেঞ্জ হবে গঙ্গাপ্রসাদবাবুর। 
 

ত়ৃণমূলে যোগ দেওয়ার পুরস্কার নিচ্ছেন গঙ্গাপ্রসাদ
  • 6/11

আর সেই জন্যই চেয়ারম্যান পদের দায়িত্ব নেওয়ার পর গঙ্গাপ্রসাদবাবু জেডিএ’র জন্য নতুন কোন প্রকপ্লের কথা ভাবছেন না। বর্তমানে শুরু হওয়া জেডিএ’র যে সমস্ত প্রকল্পের কাজ অসমাপ্ত রয়েছে সেগুলিকেই দ্রুত শেষ করার উপর জোর দিয়েছেন।

ত়ৃণমূলে যোগ দেওয়ার পুরস্কার নিচ্ছেন গঙ্গাপ্রসাদ
  • 7/11

তিনটি পঞ্চায়েত এলাকায় কিছু কিছু কাজ করার জন্য আলিপুরদুয়ার জেলা পরিষদের কাছেও আর্জি জানিয়েছেন। মোটামুটি নিজের দায়িত্ব ছকে নিয়েছেন তিনি।
 

Advertisement
ত়ৃণমূলে যোগ দেওয়ার পুরস্কার নিচ্ছেন গঙ্গাপ্রসাদ
  • 8/11

গঙ্গাপ্রসাদবাবু বলেন, এই মুহূর্তে জেডিএ ফাণ্ডে অর্থের অভাব রয়েছে। সেই জন্য জেডিএ’র শুরু হওয়া বিভিন্ন প্রকল্পের অসমাপ্ত কাজগুলি শেষ করার উপরই জোর দিচ্ছি।

ত়ৃণমূলে যোগ দেওয়ার পুরস্কার নিচ্ছেন গঙ্গাপ্রসাদ
  • 9/11

পাশাপাশি, জেলা পরিষদের ফাণ্ড আছে। সেই জন্য জেডিএ এলাকায় কিছু কাজ করার জন্য জেলা পরিষদের কাছেও আর্জি জানিয়েছি। জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার বলেন, জেডিএ চেয়ারম্যানের আর্জি খতিয়ে দেখা হবে।
 

ত়ৃণমূলে যোগ দেওয়ার পুরস্কার নিচ্ছেন গঙ্গাপ্রসাদ
  • 10/11

নতুন চেয়ারম্যান দায়িত্ব নিয়ে স্বীকারও করেছেন জেডিএ ফাণ্ডে টাকা না থাকায় জয়গাঁয় শুরু হওয়া সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প, জয়গাঁ বাসস্ট্যান্ড ও জয়গাঁ সুপার মার্কেট নির্মাণের কাজ থমকে আছে।

ত়ৃণমূলে যোগ দেওয়ার পুরস্কার নিচ্ছেন গঙ্গাপ্রসাদ
  • 11/11

গঙ্গাপ্রসাদবাবু এই অসমাপ্ত কাজগুলি দ্রুত শেষ করার উপর জোর দিয়েছেন। এদিকে, জয়গাঁর পাশে ডারাগাঁও পাহাড়ে পর্যটকদের জন্য জেলা প্রশাসন বেশকিছু পর্যটক আবাস তৈরি করেছিল। সেই পর্যটক আবাসগুলির দরজার তালা আজও কেন খোলেনি তাও খতিয়ে দেখা হবে বলে গঙ্গাপ্রসাদবাবু জানিয়েছেন। জেডিএ’র অফিসার ভৃষণ শেরপা বলেন, বর্তমানে জেডিএর ফাণ্ডে কোনও টাকা নেই। 

Advertisement