মধ্যপ্রদেশে পাশ মার্কস পেয়েছে বিজেপি। উপনির্বাচনে রক্ষা পেয়েছে বিজেপির রাজত্ব। এই জয় পাওনাই ছিল এবার বললেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। নরেন্দ্র মোদীর বিকাশের জন্যই মধ্যপ্রদেশেও ভালো ফল করেছে বিজেপি। এমনটাই বললেন শিবরাজ সিং চৌহান।