scorecardresearch
 
Advertisement
টেক

Airtel গ্রাহকরা রিচার্জের আগে জেনে নিন এই বিষয়টি, সাশ্রয় হবে ৩৬০ টাকা

Airtel
  • 1/6

সম্প্রতি ২,৯৯৯ টাকার প্ল্যানটি আপগ্রেড করেছে Airtel। বর্তমানে ৩,৩৫৯ টাকার টাকার প্ল্যানের সুবিধা ২,৯৯৯ টাকার প্রিপেড প্ল্যানে দিচ্ছে সংস্থা। ২.৯৯৯ টাকার প্ল্যানটি Disney Plus Hotstar Mobile সাবসক্রিপশানের সঙ্গে যুক্ত করা হয়েছে। 
 

Airtel
  • 2/6

Airtel-এর এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল ও দৈনিক এসএমএস ছাড়া হাই স্পিড ইন্টারনেটও দেওয়া হচ্ছে। তবে এখনও ৩,৩৫৯ টাকার টাকার প্ল্যানে কোনও পরিবর্তন করেনি সংস্থা। সেক্ষেত্রে ৩,৩৫৯ ও ২,৯৯৯ টাকার প্ল্যানে একই সুবিধা পাওয়া যাচ্ছে। 
 

Airtel
  • 3/6

দুটি প্ল্যানকেই বর্তমানে Airtel-এর ওয়েবসাইট ও অ্যাপে লিস্ট করা হয়েছে। দুটি প্ল্যানের ভ্যালিডিটি ও সুবিধাতে কোনও পার্থক্য নেই। দুটি প্ল্যানের বিষয়েই বিস্তারিত বলা হচ্ছে। 

আরও পড়ুনরাজ্যে নতুন ৮ থানা ও ৫ সাইবার PS-এর ঘোষণা, কোথায়?

Advertisement
Airtel
  • 4/6

৩,৩৫৯ ও ২,৯৯৯ টাকার প্ল্যান দুটির ভ্যালিডিটি ৩৬৫ দিন। গতবছর ট্যারিফ বৃদ্ধির পর এই প্ল্যানগুলির ঘোষণা করে সংস্থা। Airtel-এর ২,৯৯৯ টাকার প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কল ও দৈনিক ২GB ডেটা পাওয়া যায়। 

Airtel
  • 5/6

এছাড়াও এই প্ল্যানে রয়েছে দৈনিক ১০০ SMS। এরসঙ্গে কম্পিমেন্টারি সার্ভিস হিসেবে, প্রথমবারের ইউজারদের জন্য Prime Video Mobile, ৩ মাসের জন্য Apollo 24/7 Circle, Shaw Academy-তে অনলাইন কোর্স, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, ফ্রি হ্যালো টিউন ও Wynk Music-এর সাবসক্রিপশান দেওয়া হয়। 

Airtel
  • 6/6

এই প্ল্যানে আগে Disney Plus Hotstar-এর সাবসক্রিপশান দেওয়া হত না। এখন এর সঙ্গেও এটি দেওয়া হচ্ছে। ফলে গ্রাহকের ৩৬০ টাকা সাশ্রয় হবে। 

Advertisement