scorecardresearch
 
Advertisement
টেক

ফোনে ফের হ্যাকার হানা! Whatsapp, Telegram-এর তথ্য চুরি

Android smartphone
  • 1/6

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ফের বাড়ল দুশ্চিন্তা! মেলওয়ার আক্রমণের সম্ভাবনার কথা জানা যাচ্ছে। ভুয়ো সিস্টেম আপডেটের নামে হ্যাক করা হচ্ছে স্মার্টফোন। অজান্তেই এই কাজ করছে ব্যবহারকারীরা।

Android smartphone
  • 2/6

এই মেলওয়ারের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ডেটা চুরি করা হচ্ছে। এই ডেটার মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো অ্যাপসের তথ্যও। ফোনের ব্রাউজার, গ্যালারির ছবিও চলে যাচ্ছে হ্যাকারদের হাতে।

Android smartphone
  • 3/6

Zimperium-এর একটি সিকিউরিটি রিসার্চ থেকে দেখা যাচ্ছে, সিস্টেম আপডেটের একটি মেলওয়ার আসছে ফোনে। সেটি একেবারেই অরিজিনাল নোটিফিকেশনের মত। এর ফলে ব্যবহারকারীরা না বুঝেই সেই আপডেট করছে। বিপদ আসছে অজান্তেই।
 

Advertisement
Android smartphone
  • 4/6

এই মেলওয়ার প্রযুক্তিগতভাবে অনেক উন্নত। এর ফলে ফোনের অনেক তথ্য যেমন হ্যাকারদের হাতে আসছে, তেমন অনেক তথ্যও বদলাতে পারছে তাঁরা।

Android smartphone
  • 5/6

এটি গুগল প্লে স্টোরের সিস্টেম আপডেটের অংশ নয়। তাই ব্যবহারকারীরা ম্যানুয়ালি এটি না করলে ফোন নিজের থেকে আপডেট নেবেন না। 

Android smartphone
  • 6/6

তাই এক্ষেত্রে ব্যবহারকারীদের সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। যেকোনও অ্যাপ গুগল প্লে স্টোর থেকেই ডাউনলোড করার কথাও জানান হচ্ছে।

Advertisement