হোয়াটসঅ্যাপে GIF এবং স্টিকার এখন খুব জনপ্রিয়। প্রত্যেকেই হোয়াটসঅ্যাপে স্টিকার ও GIF ব্যবহার করে থাকেন। কিন্তু আপনিও চাইলে নিজের ইচ্ছা স্টিকার ও GIF বানাতে পারেন। এটা তৈরি করা খুব একটা কঠিন কাজ নয়। অনেক সহজেই স্টিকার ও GIFতৈরি করা যায় নিজের ইচ্ছামতো।
প্রথমে একটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও শুট করতে হবে। তারপরে সেই ভিডিও হোয়াটসঅ্যাপের ক্রপ অপশনে আসতে হবে। সেখান থেকে ১ কিংবা ২ সেকেন্ডের ভিডিওটির কাটতে হবে। এরপরেই উপরে দুটি অপশন আসবে। সেখানে GIF অপশনে সিলেক্ট করতে হবে। তার পরেই দেখা যাবেন ওই কাটা ফুটেজটি একটি GIF হয়ে গিয়েছে।
সেই GIF আপনার মোবাইলেও সেভ থাকবে। চাইলে আপনি কাউকে পাঠাতেও পারবেন। সেখানে প্রেরক যদি ওই GIF সেভ করে রাখেন। তিনিও চাইলে সেটি পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপে স্টিকার বানানোও খুব সোজা। এখন প্রচুর অ্যাপ থাকে। এগুলি অবশ্যই থার্ড পার্টি অ্যাপ। সেগুলি ডাউনোড করতে হবে। গুগল প্লে স্টোরেই অ্যাপগুলি পাওয়া যায়। ডাউনলোড করে তারপরেই স্টিকার এডিট অপশনে যেতে হবে। সেখানে যে ছবিটি দিয়ে আপনি স্টিকার বানাতে চান, সেটি সিলেক্ট করতে হবে। যদি স্টিকার কোনও টেক্সট নিয়ে আসতে চান তাহলেও খুব সহজে তা করা যাবে। স্টিকারটি এডিটের সময়ে এড টেক্সট অপশনে যেতে হবে। সেখানে আপনি লিখতে পারবেন। তারপরে ছবিটি এডিট করে সেভ করে দিন।
সেভ করার সময়ে আপনি আরেকটি অপশন পাবেন। যেখানে বলা হবে এই স্টিকার আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে অ্যাড করতে চান কিনা। সেই অপশনে ক্লিক করলে স্টিকার সরাসরি আপনার হোয়াটসঅ্যাপের ইমোজি অপশনে সেভ হয়ে যাবে।