scorecardresearch
 
Advertisement
টেক

Whatsapp-এ ফেক নিউজ আসছে বুঝবেন কীভাবে? জানুন সহজ নিয়ম

সোশ্যাল মিডিয়ায়
  • 1/6

সোশ্যাল মিডিয়ায় ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ফেক নিউজ। এখন হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে ফেক নিউজ শেয়ার হয়। যা অজান্তেই শেয়ার করে অনেকে বিপাকে পড়ে যান। কিন্তু কীভাবে বুঝবেন যে আপনি ফেক নিউজ শেয়ার করছেন না। জেনে নিন বিস্তারিত...

এখন প্রচুর মেসেজ
  • 2/6

এখন প্রচুর মেসেজ ফরোয়ার্ড হয়ে গ্রাহকের ইনবক্সে আসে। এক্ষেত্রে একই মেসেজ অনেকবার ফরোয়ার্ড হলে, সেক্ষেত্রে মেসেজটির উপরে একটি লেবেল চলে আসে। সেখানো ফরেয়ার্ডেড মেসেজ লেখা থাকে।
 

ফরোয়ার্ড করা মেসেজের কী-ওয়ার্ড
  • 3/6

ফরোয়ার্ড করা মেসেজের কী-ওয়ার্ড গুলি নিয়ে আপনি গুগলে সার্চ করুন। এভাবে আপনি মেসেজটির সত্যতা জানতে পারবেন। ধরুন কোনও মেসেজ এল, নিউটাউনে দুর্ঘটনা হয়েছে। আপনি নিউটাউন, দুর্ঘটনা এসব লিখে গুগলে সার্চ করতে পারেন।

Advertisement
অনেক সময় বানান দেখেও
  • 4/6

অনেক সময় বানান দেখেও মেসেজ বোঝা যায়। সাধারণত কোনও ফরোয়ার্ডেড মেসেজে বেশি পরিমাণে বানান ভুল থাকে। ফলে আগে থেকেই সতর্ক হয়ে থাকতে পারবেন। 

কোনও ভিডিও এলে
  • 5/6

কোনও ভিডিও এলে সেই রিলেটেড কী-ওয়ার্ড নিয়ে গুগল  ও ইউটিউবে সার্চ করুন। সেখান থেকেও আপনি ভিডিওটির সত্যতা যাচাই করতা পারবেন।
 

এখনকার দিনে
  • 6/6

এখনকার দিনে প্রচুর ছবি হোয়াটসঅ্যাপে আসে। তার মধ্যে অনেক ছবি ভুয়ো থাকে। ছবি যাচাইয়ের ক্ষেত্রে google reverse image টুল ব্যবহার করুন। 
 

Advertisement