মোবাইলে বিজ্ঞাপনের সমস্যায় নাজেহাল হন অনেকেই। কোনও ওয়েবসাইট খুললে কিংবা অনেক সময়ে নোটিফিকেশনেও বিজ্ঞাপন চলে আসে। অনেকের কাছেই তা বিরক্তিকর। কিন্তু কম্পিউটারের মতোই চাইলে মোবাইলের এই বিজ্ঞাপন ব্লক করা যায়। জানুন সেই পদ্ধতিগুলি।
ব্রাউজারে বিজ্ঞাপন ব্লক করার জন্য থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করা যেতে পারে। Adblock Plus Browser অ্যাপটি এক্ষেত্রে খুব কাজের। এই অ্যাপটির সাহায্যে ব্রাউজারের বিজ্ঞাপন ব্লক করা হয়ে থাকে।
Adblock Plus Browser অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। সেখান থেকে কেউ চাইলে এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন।
অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে এটি ওপেন করুন। তারপরে ফিল্টারিং অপশনটি এনেবেল করে রাখুন। সাধারণত অ্যাপটি ডাউনলোড করলে ফোনের সঙ্গে সেটিংস সেট হয়ে যায়। ফলে নতুন করে কিছু পরিবর্তন করতে হয় না।
তবে যদি নিজে থেকে সেটিংস চেঞ্জ না হয়। তাহলে আপনিও সেটিকে চেঞ্জ করতে পারবেন। ফলে ব্রাউজিং করলে বিনা বিজ্ঞাপনেই সব কিছু দেখতে পারবেন।