scorecardresearch
 
Advertisement
টেক

Facebook-এ আপনার প্রোফাইল কে ভিজিট করল? সহজ উপায়ে জানুন

ফেসবুকে আপনার
  • 1/6

ফেসবুকে আপনার প্রোফাইলে কে নজরদারি চালাচ্ছে। সাধারণত এটি সহজে বোঝার উপায় নেই। কিন্তু একটু চেষ্টা করলেই বুঝতে পারবেন কে আপনার প্রোফাইলে নজর রাখছে। 

সাধারণত এটি
  • 2/6

সাধারণত এটি করতে থার্ড পার্টি কোনও সফটওয়্যারের কোনও প্রয়োজন হয় না।  আপনি সহজেই তা করতে পারেন। আইফোন ব্যবহারকারীদের পক্ষে এটি খুব সহজ। অন্যদিকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি ডেস্কটপের প্রয়োজন হবে।
 

আইফোন ব্যবহারকারীদের
  • 3/6

আইফোন ব্যবহারকারীদের প্রথমে প্রাইভেসি সেটিংস অপশনে যেতে হবে। সেখান থেকে Who viewed my profile অপশনে ক্লিক করতে হবে।  সেখানে তিনি দেখতে পারবেন কে কে আপনার প্রোফাইল খুলেছে। ২০১৮ সালে এই ফিচারটি নিয়ে আসা হয়েছিল ।

Advertisement
অ্যান্ড্রয়েড ফোনের
  • 4/6

অ্যান্ড্রয়েড ফোনের এই জাতীয় কোনও ফিচার নেই। তবে তারা ডেস্কটপের সাহায্য তা করতে পারেন। 

ডেস্কটপে প্রথম নিজের
  • 5/6

ডেস্কটপে প্রথম নিজের ফেসবুকের হোম পেজে যান। সেখানে গিয়ে View page source অপশনে ক্লিক করুন। তারপরে দেখবেন নতুন একটি পেজ খুলে গিয়েছে।

সেখানে গিয়ে
  • 6/6

সেখানে গিয়ে প্রথমে CTRL+F ক্লিক করুন। তারপরে সার্চ বক্সে যে খুলবে সেখানে BUDDY_ID লিখুন। এন্টার ক্লিক করুন। এরপরে দেখবেন BUDDY_ID নামে অনেকগুলি লেখান দেখাচ্ছে। প্রত্যেকটি লাইনের ঠিক ডানদিকেই একজনের নাম রয়েছে। অর্থাৎ তারা আপনার প্রোফাইল দেখেছে।

Advertisement