scorecardresearch
 
Advertisement
টেক

PUBG Mobile India নিয়ে বড় খবর! এই দিন হতে পারে গেমটির লঞ্চ

PUBG Mobile
  • 1/6

PUBG Mobile ভারতে কি আদৌ ফিরবে। এই প্রশ্নই গত কয়েকমাস ধরে ঘুরপাক খাচ্ছে গেমারদের মধ্যে। তবে এবার যা খবর আসছে, তাতে হয়তো হাসি ফুটতে পারে দেশের পাবজি গেমারদের মধ্যে। শোনা যাচ্ছে, জলদি পাবজি মোবাইল ইন্ডিয়া লঞ্চ হতে পারে এদেশে। 

জনপ্রিয় PUBG Mobile
  • 2/6

জনপ্রিয় PUBG Mobile প্লেয়ার  Aaditya ‘Dynamo’ Sawant এই গেমটির রিলিজের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি দাবি করেছেন, ডবল ডিজিটের কোনও দিনে গেমটির ট্রেলার সামনে আসবে। আর সিঙ্গেল ডিজিটের কোনও দিনে গেমটি মুক্তি পাবে। অর্থাৎ কোনও মাসের ১০ থেকে ৩১ কিংবাা ৩০ তারিখের মধ্যে গেমটির ট্রেলার সামনে আসবে। আর ১ থেকে ৯ তারিখের মধ্যে গেমটি মুক্তি পাবে। 

ইনস্টাগ্রাম পেজেও শেয়ার করেছে
  • 3/6

এই খবরটি esports.91 তাদের ইনস্টাগ্রাম পেজেও শেয়ার করেছে। তবে কবে এই গেমটি আসবে কিংবা ট্রেলারও বা কবে আসবে, সেই বিষয়ে কিছুই জানা যায়নি। ফলে গোটা বিষয়টি নিয়ে একটি জল্পনার স্তর বাড়ছে।

Advertisement
তবে কেন্দ্রের তথ্য
  • 4/6

তবে কেন্দ্রের তথ্য সম্প্রচার ও প্রযুক্তি মন্ত্রক থেকে এবিষয়ে কিছু জানানো হয়নি। কেন্দ্রের এই মন্ত্রকই নিষিদ্ধ করেছে পাবজি গেমটিকে। পাশাপাশি পাবজি সংস্থার তরফেও কিছু বলা হয়নি। আপাতত গেমটির লঞ্চের বিষয়ে তথ্য কয়েকজন জনপ্রিয় গেমাররা দিয়েছেন।

Aaditya ‘Dynamo’ Sawant
  • 5/6

Aaditya ‘Dynamo’ Sawant  গেমের লঞ্চের প্রকৃত দিন সম্পর্কে কিছুই বলতে পারেননি। তবে শোনা যাচ্ছে, এপ্রিল কিংবা মে মাসেই সম্ভবত পাবজি মোবাইল ইন্ডিয়ার ট্রেলার সামনে আসবে। আর জুনে হয়তো গেমটি লঞ্চ হতে পারে। 

প্রসঙ্গত, গেমটির অফিসিয়াল
  • 6/6

প্রসঙ্গত, গেমটির অফিসিয়াল ট্রিজারের সময় আদিত্যকে দেখা গিয়েছিল। ফলে আদিত্যর দাবি সত্যতা মেনেই নিচ্ছেন তাঁর ফলোয়াররা। গত বছর ভারতে চাইনিজ অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছিল। তখন নিষেধাজ্ঞা জারি হয় দক্ষিণ কোরিয়া এই জনপ্রিয় গেমটির উপরেও।

Advertisement