হোয়াটসঅ্যাপে কেউ যদি আপনাকে ব্লক করেন, তাহলে বুঝবেন কীভাবে। সাধারণত, কেউ কাউকে হোয়াটসঅ্যাপে ব্লক করলে তা বোঝা যায় না। কারণ কোনও নোটিফিকেশন সাধারণত হোয়াটসঅ্যাপ থেকে আসে না। কিন্তু কিছু টিপস রয়েছে, যা সহজেই আপনি বুঝতে পারবেন আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করেছে কিনা।
প্রথমে আপনাকে last seen দেখতে হবে। যদি সেটা না দেখায় তাহলে বুঝবেন কোনও গড়বড় আছে। অনেকে অবশ্য last seen বন্ধ রেখে দেয়। তবে এক্ষেত্রে চেনার একটি পদ্ধতি রয়েছে।
হোয়াটসঅ্যাপ স্টেটাস পরীক্ষা করতে হবে। দীর্ঘদিন যদি তার কোনও স্টেটাস না দেখেন, তাহলে বুঝবেন কোনও সমস্যা হয়েছে।
আপনি সরাসরি ওই নম্বরে মেসেজ করতে পারেন। যদি সেখানে আপনার মেসেজটি ডেলিভার না হয়। তাহলে আপনাকে ব্লক করা হয়েছে কিংবা ওই নম্বরটি অকেজো করে দেওয়া হয়েছে।
তবে সবথেকে ভালো পদ্ধতি আপনি সরাসরি ফোন করতে পারেন। যদি আপনার ফোন না যায়, তাহলে বুঝবেন আপনাকে ব্লক করা হয়েছে।