Advertisement
টেক

Phone hacked signs: ফোন হ্যাক হয়েছে কি? চেক করুন এই নম্বরে কল করে

এখন ফোন হ্যাক হওয়ার ঘটনা আকছার ঘটে
  • 1/8

এখন ফোন হ্যাক হওয়ার ঘটনা আকছার ঘটে। সাধারণ মানুষ ছেড়ে দিন, বহু বিজ্ঞদেরও ফোন হ্যাক হয়ে যায়। উড়ে যায় টাকা। তাই যেভাবেই হোক সাবধান হতে হবে।

আসলে স্মার্টফোন হল আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি গ্যাজেট
  • 2/8

আসলে স্মার্টফোন হল আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি গ্যাজেট। এতে একাধিক ব্যাঙ্কের অ্যাপ থাকে। পাশাপাশি থাকে প্রাইভেট ফটো। এমনকী ফোনেই আসে OTP। তাই ফোনের সিকিউরিটি নিয়ে সাবধান হতে হবে।

তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স ফাঁকা হয়ে যেতে পারে
  • 3/8

তাই আপনার ফোনটা যদি হ্যাক যদি হয়, তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স ফাঁকা হয়ে যেতে পারে। হ্যাকাররা পড়ে নিতে পারেন সিক্রেট মেসেজ। এমনকী OTP-ও জেনে নিতে পারেন।

Advertisement
কয়েকটি সহজ কৌশল মেনে চললেই অনায়াসে এই সমস্যার সমাধান করে ফেলতে পারবেন
  • 4/8

তবে চিন্তা করবেন না, কয়েকটি সহজ কৌশল মেনে চললেই অনায়াসে এই সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। আসুন সেই বিষয়গুলি জেনে নেওয়া যাক।

মোবাইলে কিছু USSD কোড রয়েছে
  • 5/8

আসলে মোবাইলে কিছু USSD কোড রয়েছে, যেগুলির মাধ্যমে আপনি কিছু সার্ভিস চেক করতে পারবেন। প্রয়োজন পড়লে কিছু সার্ভিস ব্লক করে নিতেও পারবেন।

স্মার্টফোনে *#21# লিখে কল করুন
  • 6/8

স্মার্টফোনে *#21# লিখে কল করুন। তাতে আপনার সমানে খুলে যবাবে একটা ফরওয়ার্ড স্ক্রিন। সেটাই কাজ করবে।

কেউ নজর রখেছেন কিনা সেটা বুঝতে পারবেন
  • 7/8

এর মাধ্যমে আপনি কেউ নজর রখেছেন কিনা সেটা বুঝতে পারবেন। আপনার ফোনে লেখা আসবে ফরওয়ার্ড।

Advertisement
ফরওয়ার্ড কল সার্ভিস আপনি খুব সহজেই ক্যানসেল করে ফেলতে পারবেন
  • 8/8

এছাড়া ফরওয়ার্ড সার্ভিস আপনি খুব সহজেই ক্যানসেল করে ফেলতে পারবেন। এক্ষেত্রে ##002# ডায়াল করুন। তারপর কল করুন। তাতেই কাজ হবে।

 

Advertisement