scorecardresearch
 
Advertisement
টেক

Phone Spyware: কীভাবে বুঝবেন আপনার হাতের ফোনটি হ্যাকারদের দখলে চলে গেছে?

হ্যাকরদের দখলে ফোন
  • 1/9

ফোনের ব্যাটারির চার্জ সাভাবিকের তুলনায় তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে? তার মানেই ধরে নিতে হবে আপনার ফোনে কোনও এমন অ্যাপ আছে যা হ্যাকাররা ব্যবহার করে। আর তার সাহায্যেই গোপন নথি হাতিয়ে নিচ্ছে তারা। এরফলেই, ব্যাটারির অতিরিক্ত ব্যবহার হচ্ছে এবং আপনার ফোনের চার্জ কমছে। কাজেই প্রথমে সেগুলিকে ফোন থেকে সরিয়ে দিয়ে তারপর নজর রাখুন।

হ্যাকারদের দখলে ফোন
  • 2/9

ফোনে এমন কোনও অ্যাপ চোখে পড়ছে যা আপনি ডাউনলোড করেননি, বা আগে কোনও দেখেননি? এমন কিছু চোখে পড়লে বুঝতে হবে এটা হ্যাকারদের কাজ। সাবধান হয়ে যান।

হ্যাকারদের দখলে ফোন
  • 3/9

প্রয়োজনের তুলনায় স্লো হয়ে যাচ্ছে আপনার স্মার্টফোন? ফোন নানা কারণে স্লো হকে পারে। তবে, একটি বিশেষ কারণ হতে পারে ম্যালওয়ার অ্যাটাক। ফলে এ ক্ষেত্রেও সাবধান হওয়া জরুরি।
 

Advertisement
হ্যাকারদের দখলে ফোন
  • 4/9

হঠাৎ যদি দেখেন আপনার ফোনের ডেটা বেশি যাচ্ছে, তাহলে বুঝতে হবে সেখানে কোনও সমস্যা আছে। অনেক সময় হ্যাকাররা স্পাইওয়ার ব্যবহার করে আপনার সমস্ত তথ্য ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করে। ফলে সেখানে ডেটাও বেশি খরচ হয়।

হ্যাকারদের দখলে ফোন
  • 5/9

অনেক সময় দেখা যায়, আপনার হাতের স্মার্টফোনটি অদ্ভুত রকমের আচরণ করছে। যেমন কোনও একটি অ্যাপ চলতে চলতেই বন্ধ হয়ে যাওয়া বা যে অ্যাপগুলি ফোনে কাজ করছে তা আগের থেকে অন্যরকম দেখতে লাগছে, তাহলে তা বিপদের ইঙ্গিত। হয়তো আপনার ফোনটি হ্যাক করা হয়ে থাকতে পারে সে ক্ষেত্রে।

হ্যাকারদের দখলে ফোন
  • 6/9

অনেক সময় আপনার মোবাইলে অদ্ভুত ধরনের বিজ্ঞাপণের পপ-আপ আসে। কখনও সেগুলিতে ক্লিক করবেন না। হতে পারে সেগপলি অ্যাডওয়ার। হ্যাকাররা এর মাধ্যমেই আপনার ফোনের কন্ট্রোল নিয়ে নিতে পারে।

হ্যাকারদের দখলে ফোন
  • 7/9

কোনও কোনও ক্ষেত্রে আপনার ফোনে যদি এমন কোনও ছবি দেখতে পান যা আপনার মনে পড়ছে না তুলেছেন বলে, তাহলে বুঝতে হবে আপনার ফোনের কন্ট্রোল অন্য কারও হাতে রয়েছে। সাবধান হয়ে যান এখনই। 

Advertisement
হ্যাকারদের দখলে ফোন
  • 8/9

ক্যামেরা অন করলেই ফ্ল্যাশ লাইটটি অন হয়ে যাচ্ছে? বুঝতেই পারছেন না কীভাবে হচ্ছে? তার মানে কেউ হয়তো আপনার ফোনটি রিমোটে ব্যবহার করছে। সাবধান হন। 

হ্যাকারদের দখলে ফোন
  • 9/9

ব্যবহার না করেও যদি আপনার ফোন গরম হয়ে যায়, তাহলে বুঝতে হবে সেখানে কোনও সমস্যা রয়েছে। ফোনের ব্যাকগ্রাউন্ডে কোন কাজ চলতে থাকলে ব্যাটারি গরম হয়ে যায়। এর থেকেই গরম হয় ফোন। আপনার অজান্তেই সেক্ষেত্রে ফোনটি ব্যবহার হয়ে চলেছে হ্যাকারদের দ্বারা।

Advertisement