scorecardresearch
 
Advertisement
টেক

Pegasus: গুপ্তচরবৃত্তির খরচ 70 লাখ! কীভাবে কাজ করে এটি ?

Pegasus
  • 1/7

ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে Pegasus। রিপোর্ট অনুযায়ী, Pegasus-কে ব্যবহার করে সাংবাদিক, রাজনীতিবিদদের উপর নজরদারি চালানো হচ্ছে। কিন্তু, কী এই Pegasus? কেন এর ব্যবহার করা হচ্ছে? আসুন জেনে নিই। 

Pegasus
  • 2/7

 Pegasus তৈরি করেছে ইজরায়েলের নজরদারি সংস্থা NSO কম্পানি। কারও উপর নজরদারি চালানোর জন্য এর ব্যবহার করা হয়েছে। অনলাইনে আকছার যা সব স্পাইওয়্যার পাওয়া যায়, এগুলি তার মতো নয়। 

Pegasus
  • 3/7

এই স্পাইওয়্যার সবাই কিনতেও পারে না।  NSO কম্পানির দাবি, কেবলমাত্র সরকারের সঙ্গেই তারা চুক্তিবদ্ধ।  মেক্সিকো ও পানামা সরকার এর ব্যবহার করছে বলেও দাবি করেন। তাদের ৪০টি দেশে ৬০ টি গ্রাহক রয়েছে। এর মধ্যে সবাই সরকারের কাজের সঙ্গে যুক্ত। 

Advertisement
Pegasus
  • 4/7

NSO আরও দাবি করেছে, তারা কেবল লাইসেন্স প্রাপ্তদের এই স্পাইওয়্যার দেন। নিজেরা নজরদারির সঙ্গে যুক্ত থাকে না। Pegasus মোবাইলের তথ্যও হাতিয়ে নিতে পারে। 

Pegasus
  • 5/7

একটি রিপোর্ট অনুযায়ী, Pegasus-কেবলমাত্র লাইসেন্স প্রাপ্তদের হাতে দেওয়া হয়। তবে এর লাইসেন্স করাতে হয়। যার খরচ প্রায় ৭০ লাখ টাকা। 
 

Pegasus
  • 6/7

২০১৬ সালে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, সেই সময় ১০ জনের উপর নজরদারি চালানোর জন্য প্রায় ৯ কোটি টাকা চার্জ করেছিল। আবার ২০১৬ সালে ১০টি ডিভাইস ট্র্যাক করার জন্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা নিয়েছিল। 

Pegasus
  • 7/7

এই টুল ব্যবহারের মাধ্যমে যে কোনও মোবাইল বা ল্যাপটপের কনট্যাক্ট, এসএমএস, কল লগ, কথোপকথন, ইমেল, ছবি থেকে শুরু করে প্রয়োজনীয় সব তথ্য ট্র্যাক করা যায়। 

Advertisement