scorecardresearch
 
Advertisement
টেক

Hyundai Venue Launch: বাজারে এল নতুন গাড়ি Hyundai Venue, দাম কত?

হুন্ডাই ভেন্যু ফেসলিফট
  • 1/9

হুন্ডাই মোটরস (Hyundai Motors) এর সবচেয়ে কম্পিটিটিভ এবং কমপ্যাক্ট এসইউভি হুন্ডাই ভেন্যু ফেসলিফট (Hyundai Venue facelift )ভার্সন লঞ্চ অপেক্ষা করছিলেন সবাই এবং সেই অপেক্ষার এখন অবসান। গাড়িটি লঞ্চ হয়ে গিয়েছে বৃহস্পতিবার। এখন তার বুকিং ২১ হাজার টাকা থেকে শুরু হচ্ছে। আসুন দেখে নিই এই গানের ছবি ইঞ্জিন এবং ডিটেইল যা আপনার কেনার আগে কাজে দেবে।

হুন্ডাই ভেন্যু ফেসলিফট
  • 2/9

নতুন হেডল্যাম্প টেলল্যাম্প (Head Lamp And Tail Lamp)

এবার হুন্ডাই ভেন্যুকে সবচেয়ে বড় চেঞ্জ এর হেডলাইট (Head Lamp) এবং টেল ল্যাম্পে(Tail Lamp) আনা হয়েছে। এবারের ফোকাস এলইডি হেডলাইট দেওয়া হয়েছে এবং এর চারদিকে স্কয়ার স্টাইলে নতুন ডিআরএল লাইট এর চেহারাই বদলে দিয়েছে। গাড়ির রেয়ার লুকও বদলানো হয়েছে। এর মধ্যে কানেক্টিং এলইডি লাইট দেওয়া হয়েছে। যা এইচ (H) এর শেপে তৈরি এবং গাড়িটিতে নতুন এলিমেন্ট জুড়ে দিচ্ছে।

হুন্ডাই ভেন্যু ফেসলিফট
  • 3/9

জবরদস্তি গাড়ির ফ্রন্ট লুক (Front Look)

কোনও গাড়ির ফ্রন্ট লুক নির্ভর করে তার গ্রিল (Grill)। নতুন হুন্ডাই ভেন্যুর ফেসলিফট কোম্পানির প্যারামেট্রিক ডিজাইন গ্রিল দেওয়া হয়েছে। এখানে এতে লিংক করা ইন্ডিকেটর লাইট দেওয়া হয়েছে। গ্রিল এর লুক দেখতে ক্রেটা এবং টাসকনের মতই। গাড়ির এক্সটেরিয়র আগের চেয়ে অনেক বেশি স্পোর্টি এবং বোল্ডার করা হয়েছে। নিজের সেগমেন্টের গাড়িগুলির মধ্যে হুন্ডাই ভেন্যু সান রূফ তার আলাদা গেট আপ এনে দিয়েছে।

Advertisement
হুন্ডাই ভেন্যু ফেসলিফট
  • 4/9

আলেক্সা গুগল ভয়েস দিয়ে কানেক্ট হবে (Alexa, Google Voice)

হুন্ডাই ভেন্যু ২০২২ এ কোম্পানি অ্যালেক্সা এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট (Alexa, Google Voice) এর ফিচার দিয়েছে। অর্থাৎ আপনি চাইলেই গাড়ির বেশ কিছু ফিচারঃ নিজের ভয়েস কমান্ড কন্ট্রোল করতে পারবেন।

হুন্ডাই ভেন্যু ফেসলিফট
  • 5/9

ক্যামেরা, ইনফোটেনমেন্ট (Camera And Infotainment)

360° ক্যামেরা, বড় ইনফোটেইনমেন্ট স্ক্রিন এবং পার্কিং ক্যান্সারের মতো ফিচার দেওয়া হয়েছে এতে। এখনকার প্লে এবং অ্যান্ড্রয়েডের কানেক্টিভিটি থাকছে। এয়ার পিউরিফাই সিস্টেম এবং রেয়ার এসি ভেন্ট পাওয়া যাবে।

হুন্ডাই ভেন্যু ফেসলিফট
  • 6/9

হুন্ডাই ভেন্যুর কালার (Hyundai Venue Colour)

হুন্ডাই এর এই নিতুন গাড়িতে সব কম্প্যাক্ট আইফোন সিলভার ফ্যান্টম ফ্রী রেডিম ব্লুয়ে কলার হোয়াইট এবং রেট উইথ ডুয়েল টোন এর মত কালারে পাওয়া যাবে

হুন্ডাই ভেন্যু ফেসলিফট
  • 7/9

পেট্রোল ডিজেল ইঞ্জিনের অপশনে পাওয়া যাবে হুন্ডাই এর এই গাড়িটি ((Hyundai Venue Engine)

গ্রাহক নিজের মর্জি মতো পেট্রোল অথবা ডিজেল ইঞ্জিনের বিকল্প পছন্দ করতে পারবেন। এই গাড়িটি একাধিক ইঞ্জিন অপশনে আসছে। পেট্রোল ইঞ্জিনের অপশন ১.২ লিটার এবং আরেকটি ১.০ লিটারের টার্বোজেট ইআইএ হতে পারে। টার্বো ইঞ্জিন ১১৮ বিএইচপি এর ম্যাক্স পাওয়ার এবং ১৭২ এ নামের পিক টর্ক জেনারেট করবে। যেখানে গাড়ির ১.৫ লিটার ডিজেল ইঞ্জিনে পাওয়া যাবে। এবং ২৪০p জেনারেট করবে গাড়িতে। আপনাকে অটোমেটিক এবং স্পিড অটোমেটিক ট্রান্সমিশন এর অপশন দেওয়া হবে।

Advertisement
হুন্ডাই ভেন্যু ফেসলিফট
  • 8/9

নতুন হুন্ডাই ভেন্যু এর দাম কত (Hyundai Venue Price)

হুন্ডাই ভেন্যু ফেসলিফট কোম্পানির ৭ লক্ষ ৫৩ হাজার টাকার ইন্ত্রডাক্টরি প্রাইসে বাজারে ছেড়েছে। এর ১.২ লিটার পেট্রোল ভার্সন এর প্রাইস হবে এটি। এরপরে ১.০ লিটার পেট্রোল ইঞ্জিন ওয়ালা মডেলের দাম ৯.৯৯ লাখ টাকা এবং ১.৫ সিআরডিআই ডিজেল ইঞ্জিনের ভেরিয়েন্ট এর দামও ৯.৯৯ লাখ টাকা থেকে শুরু হবে। এটির এক্স শোরুম দাম এবং বিভিন্ন রাজ্যের ট্যাক্স এবং অন্যান্য বিষয় কমবেশি হতে পারে।

হুন্ডাই ভেন্যু ফেসলিফট
  • 9/9

কোন কোন গাড়ির বিকল্প এটি

এই গাড়ি মার্কেটের মারুটি ভিতারা ব্রিজ্জা, মাহিন্দ্রা এক্সইউভি, কিয়া সনেট,  মডেলের সঙ্গে কম্পিটিশন করবে। হুন্ডাই ভেন্যুতে ভেহিকেল স্টেবিলিটি ম্যানেজমেন্ট এবং ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল এর মত পিকচার দেওয়া হয়েছে।

Advertisement