scorecardresearch
 
Advertisement
টেক

'KBC লটারি' চলছে WhatsApp-এ, লোভে পা দিলেই নিঃস্ব, কী সেটা?

প্রতীকী ছবি
  • 1/6

হোয়াটসঅ্যাপে প্রাপ্ত এই বার্তায় ইউজারের কাছে একটি ভিডিওও পাঠানো হচ্ছে। তাতে ইউজারকে পুরস্কার জেতার সম্পূর্ণ প্রক্রিয়া বলা হচ্ছে। এছাড়াও ইউজারের কাছ থেকে তাঁদের ব্যক্তিগত তথ্যও চাওয়া হয়। তারমধ্যে রয়েছে আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য বিবরণ।

প্রতীকী ছবি
  • 2/6

হোয়াটসঅ্যাপে প্রাপ্ত এই বার্তায় ইউজারের কাছে একটি ভিডিওও পাঠানো হচ্ছে। তাতে ইউজারকে পুরস্কার জেতার সম্পূর্ণ প্রক্রিয়া বলা হচ্ছে। এছাড়াও ইউজারের কাছ থেকে তাঁদের ব্যক্তিগত তথ্যও চাওয়া হয়। তারমধ্যে রয়েছে আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য বিবরণ।

প্রতীকী ছবি
  • 3/6

তথ্য দেওয়ার পর ব্যবহারকারীদের কাছে একটি নথি পাঠানো হচ্ছে। সেখানে ট্যাক্সের নামে কয়েক হাজার টাকা পাঠাতে বলা হচ্ছে। স্ক্যামাররা দাবি করছে যে ইউজার এই অর্থ প্রদানের পরে তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে।

আরও পড়ুনরক্তদানের আগে মানতে হবে কয়েকটি নিয়ম, না হলেই বিপদ

Advertisement
প্রতীকী ছবি
  • 4/6

এই ধরনের কোনও মেসেজ এলে কখনওই রিপ্লাই করবেন না। কেবিসি একটি জনপ্রিয় অনুষ্ঠান। এই কারণে অনেকেই এইসব প্রতারকদের ফাঁদে পা দেন। স্ক্যামাররা ব্যবহারকারীদের আশ্বস্ত করতে হোয়াটসঅ্যাপে মেসেজের সঙ্গে KBC-র লোগো এবং Sony Liv-এর ছবিও পাঠাচ্ছে।

প্রতীকী ছবি
  • 5/6

এই ধরনের প্রতারণামূলক মেসেজে অনেক ভুল খুঁজে পাওয়া যায়। স্ক্যাম বার্তাগুলি ইংরেজি এবং হিন্দি উভয় ভাষায় পাঠানো হচ্ছে। অনেক ক্ষেত্রে, ব্যবহারকারীরা এই বিষয়ে ভয়েস মেসেজও পান। তাতে ইউজারকে একটি লটারি নম্বরও দেওয়া হয়, যা আসলে ভুয়ো।

প্রতীকী ছবি
  • 6/6

তাই এই জাতীয় মেসেজের রিপ্লাই দেবেন না। আর যদি বারবার এই ধরনের মেসেজ পেতে থাকেন, তাহলে নিকটস্থ সাইবার থানায় অবশ্যই রিপোর্ট করুন।

আরও পড়ুনঅগ্নিপথ যোজনা : রইল নিয়োগ পদ্ধতি-বেতন ও শিক্ষাগত যোগ্যতার খুঁটিনাটি

Advertisement