scorecardresearch
 
Advertisement
টেক

Mobile Charger Spy Camera Price : চার্জারে লোকানো স্পাই ক্যামেরা! স্টোরেজ ও দাম কত?

মোবাইল চার্জারে স্পাই ক্যামেরা (প্রতীকী ছবি)
  • 1/6

মোবাইল ফোন থেকে শুরু করে ইলেক্ট্রিক গাড়ি, চার্জ করার জন্য প্রয়োজন হয় চার্জারের। কিন্তু যদি সেই চার্জারেই থাকে লোকানো বা স্পাই ক্যামেরা (Spy Camera)? এক্ষেত্রে বলে রাখা ভাল, স্পাই ক্যামেরা বিভিন্ন কিছুর মধ্যে লোকানো থাকে, যেমন পেন, জামার বোতাম এমনকী পার্সেও। 

মোবাইল চার্জারে স্পাই ক্যামেরা (প্রতীকী ছবি)
  • 2/6

তবে এখন সময় বদলেছে। উন্নত হয়েছে প্রযুক্তি। তাই বাজারে বেশকিছু নতুন ধরনের স্পাই ক্যামেরা এসেছে। তেমনই এবার এসে গেছে চার্জারে লাগানো স্পাই ক্যামেরা (Mobile Charger Spy Camera)। স্মার্টফোনের চার্জারে দেওয়া এই স্পাই ক্যামেরা বিভিন্নভাবে কাজে লাগানো যেতে পারে। 
 

মোবাইল চার্জারে স্পাই ক্যামেরা (প্রতীকী ছবি)
  • 3/6

পাওয়া যাচ্ছে বিভিন্ন দামে
অ্যামাজন ও ফ্লিপকার্টে এই ধরণের প্রোডাক্ট বিভিন্ন দামে পাওয়া যাচ্ছে। ব্র্যান্ড অনুযায়ী দাম নির্ধারিত হয়েছে। অ্যামাজনে মোটামুটি ১,৪০০ টাকা থেকে এই ধরণের ক্যামেরাগুলি পাওয়া যাচ্ছে। 
 

Advertisement
মোবাইল চার্জারে স্পাই ক্যামেরা (প্রতীকী ছবি)
  • 4/6

রেকর্ডিংয়ের জন্য ১০৮০ পিক্সেলের এইচডি ক্যামেরা দেওয়া হয়েছে। এটাকে সরাসরি নজরদারির জায়গায় লাগানো যেতে পারে। 

মোবাইল চার্জারে স্পাই ক্যামেরা (প্রতীকী ছবি)
  • 5/6

এতে দু'ভাবে রেকর্ডিং করা যাবে। একটি সরাসরি, অপরটি মোশান রেকর্ডিং। তবে এক্ষেত্রে ক্যামেরার সামনে কোনও কিছু ঘটলে তবেই সেটি মোশন মোডে রেকর্ডিং হবে। এছাড়া এতে এসডি কার্ড লাগানোর অপশানও রয়েছে। 
 

মোবাইল চার্জারে স্পাই ক্যামেরা (প্রতীকী ছবি)
  • 6/6

এটিকে ওয়াইফাইয়ের সঙ্গেও কানেক্ট করা যাবে। এতে ২৫৬ জিবি স্টোরেজের অপশান রয়েছে। আর এতকিছুর সঙ্গে এটি চার্জিংয়ের কাজও করে। 
আরও পড়ুন - 'নেহরু পদবী ব্যবহারে কীসের লজ্জা?' গান্ধী পরিবারকে নিশানা মোদীর

Advertisement