Advertisement
টেক

পৃথিবীতে ঢোকা ওই মহাকাশ-আবর্জনা ভিনগ্রহীদের পাঠানো! চাঞ্চল্যকর দাবি হার্ভার্ড-অধ্যাপকের

  • 1/5

ওউমুয়ামুয়া। মহাকাশের অনন্ত পথ পেরিয়ে এসে হাজির হয়েছিল সৌরজগতে। প্রথমে বিজ্ঞানীরা মনে করেছিলেন এটি একটি গ্রহাণু। কিন্তু আদতে তা নয়। এবার তাকে নিয়ে আশ্চর্যজনক দাবি করলেন হার্ভাডের এক অধ্যাপক।  (সমস্ত ছবি-সৌজন্যে নাসা)

  • 2/5

সম্প্রতি ওই অধ্যাপকের একটি বই প্রকাশ পেয়েছে। সেখানে তিনি উল্লেখ করেছেন, ওউমুয়ামুয়াকে মহাকাশে পাঠানোর পিছনে হাত ছিল এলিয়ানদের। এটি আদতে তাদেরই একপ্রকার আবর্জনা।

  • 3/5


বস্তুটি প্রথম বার দেখা গিয়েছিল ২০১৭ সালের ১৯ অক্টোবরে। হাওয়াই দ্বীপপুঞ্জের জ্যোতির্বিজ্ঞানী রবার্ট ওয়েরিক প্রথম টেলিস্কোপের সাহায্যে এটিকে দেখতে পান। 

Advertisement
  • 4/5

অনেক বিজ্ঞানীর যুক্তিতে একটি আবার একটি এলিয়েন প্রযুক্তি। তার কারণ হল, প্রথমে এই বস্তুটির ধীরে ধীরে এগোচ্ছে। যেন কেউ এটিকে চাপ দিচ্ছে মনে হবে। যদিও প্রথম কয়েক মাস এটি একপ্রকার স্থিতিশীল ছিল। এখন বিজ্ঞানীরা বুঝতে পারছেন না কেন এটি হচ্ছে।
 

  • 5/5

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী অ্যাভি লোয়েব বলেছেন, একটি এলিয়েন মেশিন এই বস্তুটিকে টানছে। যা মিলিমিটারের চেয়ে পাতলা। অথবা এটিকে সৌর বিকিরণ টানছে অর্থাৎ সৌর বিকিরণটি নিজের দিকে টানছে।

Advertisement