Facebook-এর মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp তার নতুন শর্তাদি এবং প্রাইভেসি পলিসি (Privacy Policy) আপডেট করেছে এবং মঙ্গলবার সন্ধ্যা থেকে। সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী, ধীরে ধীরে ভারতে ব্যবহারকারীদের এই প্রাইভেসি পলিসি (Privacy Policy) আপডেট করে নিতে হবে।
WhatsApp ব্যবহারকারীদের নতুন প্রাইভেসি পলিসি গ্রহণের জন্য ২০২১-এর ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে। তার মধ্যে নতুন এই প্রাইভেসি পলিসি ব্যবহারকারীদের অ্যাক্সেপ্ট করতে হবে, নয় তো অ্যাকাউন্ট ডিলিট করতে হবে।
WhatsApp অ্যাকাউন্ট সক্রিয় রাখতে ব্যবহারকারীদের এই নতুন প্রাইভেসি পলিসি (Privacy Policy) গ্রহণ করতে হবে। এর জন্য ব্যবহারকারীরা কোনও বিকল্প পাবেন না। তবে 'এখন নয়' বিকল্পটিও এখানে দৃশ্যমান। এটি হ'ল যদি আপনি কিছু সময়ের জন্য নতুন প্রাইভেসি পলিসি (Privacy Policy) গ্রহণ না করেন তবে আপনার অ্যাকাউন্টটি আপাতত সক্রিয় থাকবে।
শুরুর থেকেই এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের পৃথক ‘টার্মস অফ সার্ভিস’ (WhatsApp Terms Of Service) এবং ‘প্রাইভেসি পলিসি’ (Privacy Policy) রয়েছে। ঠিক যে ভাবে ইউজারের ডেটা এবং বিভিন্ন তথ্য WhatsApp হ্যান্ডেল করে, তার উপরেই নির্ভরশীল এই ‘টার্মস অফ সার্ভিস’ এবং ‘প্রাইভেসি পলিসি’। তবে এই প্রথম বার টার্মস অফ সার্ভিসের (WhatsApp Terms Of Service) আপডেট নিয়ে ইউজারদের সতর্ক করল সংস্থা।
WhatsApp-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে কোনও নতুন ফিচার যুক্ত করা হলে বা পুরনো ফিচারে কোনও পরিবর্তন ঘটালে তা-ও অ্যাপের মাধ্যমেই জানাবে সংস্থা। সংস্থার তরফের দাবি, এই ইন-অ্যাপ নোটিফিকেশন ফিচারটি ইতিমধ্যেই রয়েছ এবং তার প্রথম ঘোষণা অর্থাৎ প্রথম ব্যবহার হবে WhatsApp-এর WhatsApp Terms Of Service-এর আপডেটের ঘোষণার মধ্যে দিয়েই হতে চলেছে।