scorecardresearch
 
টেক

সাবধান! Paytm ব্যবহার করেন? Paytm Spoof দিয়ে লুঠছে সাইবার অপরাধীরা

সাবধান! পেটিএমে কারসাজি
  • 1/11

জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট Paytm-র একটি স্পুফ অ্য়াপ! এটি পেটিএমের স্বীকৃত অ্যাপ নয়। Paytm Spoof একটি ভুয়ো অ্যাপ। ফলে অ্য়াপটি ডাউনলোড করলে বেকুব হতে হবে।

সাবধান! পেটিএমে কারসাজি
  • 2/11

টুইটারে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। এই ভিডিয়োয় Paytm Spoof অ্য়াপ ব্যবহার দেখা যাচ্ছে। কীভাবে অ্যাপটি কাজ করে তা দেখানো হয়েছে ভিডিয়োয়। 

সাবধান! পেটিএমে কারসাজি
  • 3/11

দোকানদারদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে এই ভুয়ো অ্যাপটি তৈরি করেছে সাইবার অপরাধীরা। 

সাবধান! পেটিএমে কারসাজি
  • 4/11

পেটিএমের অ্যাপের মতো অ্যানিমেশন তৈরি করা হয়েছে। যেমন পেটিএম থেকে টাকা লেনদেন সফল হলে হোমস্ক্রিনে ওই সংক্রান্ত তথ্য আসে। কত টাকা পাঠানো হয়েছে, সেই তথ্য থাকে তাতে। 

সাবধান! পেটিএমে কারসাজি
  • 5/11

লেনদেনের পর পেটিএমের হোমস্ক্রিন হুবহু নকল করে কারসাজি করা হয়েছে এই  অ্যাপে। ভুয়ো অ্যাপ ব্যবহার করে জিনিসপত্র কিনে নেওয়ার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। পেটিএমের নামে পেটিএম স্পুফের হোমস্ক্রিন দেখানো হয়েছে। 

সাবধান! পেটিএমে কারসাজি
  • 6/11

কীভাবে কাজ করে Paytm Spoof? খুব সরল। যাঁকে টাকা পাঠাবেন তাঁর নম্বর লিখবেন। তার পর নাম ও যত টাকা পাঠাবেন। 
 

সাবধান! পেটিএমে কারসাজি
  • 7/11

সমস্ত তথ্য দেওয়ার পর সাবমিট করলেই অ্যানিমেশন চলে আসবে স্ক্রিনে। তার পর সেটি দোকানদারকে দেখালেই মনে হবে আসল। সাধারণত ব্যবসায়ীরা পেটিএমে নজর দেন না। সেটার সুযোগ তুলছেন অনেকে। 

সাবধান! পেটিএমে কারসাজি
  • 8/11

Paytm Spoof একেবারে পেটিএম অ্যাপের মতোই দেখতে। তথ্য দিলেই একেবারে পেটিএমের হোমস্ক্রিনের মতোই লাগবে।

সাবধান! পেটিএমে কারসাজি
  • 9/11

সতর্ক থাকুন। আপনি ব্যবসায়ী হলে সাবধান হয়ে যান। পেটিএম করার পর ফোনে নজর দিন। তা না হলে সাউন্ডবক্সের সঙ্গে ফোনকে সংযুক্ত করতে পারেন। 

সাবধান! পেটিএমে কারসাজি
  • 10/11

প্রতিবার জোরে শব্দ হলে আপনি বুঝতে পারবেন লেনদেন সফল হয়েছে। 

সাবধান! পেটিএমে কারসাজি
  • 11/11

আর তা না হলে প্রতিটি লেনদেনর পর ফোনের মেসেজের দিকে নজর দিন। ইউপিআই-র সঙ্গে যুক্ত নম্বরে চলে যায় বার্তা। মাঝে মধ্যে নিজের পেটিএম অ্য়াকাউন্টের লেনদেনের হিসাবপত্তরে চোখ বুলিয়ে নিন।