Google Maps: গুগল ম্যাপস (Google Maps) দিয়ে আমরা বিভিন্ন জায়গায় সহজে পৌঁছে যেতে পারি। কোন রাস্তা দিয়ে গেলে সহজে পৌঁছে যাওয়া যাবে, তা বলে দেয়।
আরও পড়ুন: কাঁচা বাদাম গানে মুগ্ধ The Kiffness, ভুবনের সঙ্গে কাজ করতে চান
তবে এটি আরও একটু কাজে লেগেছে। আর তা হল ২০ বছর ধরে ফেরার এক অপরাধীকে ধরতে পারা গিয়েছে গুগল ম্যাপস (Google Maps)-এর সাহায্যে।
আরও পড়ুন: শীতের ইমিউনিটি বুস্টার নলেন গুড়-তিলের নাড়ু, রয়েছে আরও ফায়দা
যে সে অপরাধী নয়, এক টপ মাফিয়া ডন। এটা স্পেনের ঘটনা। ইটালির পুলিশ ২০ বছর ধরে ফেরার এক মাফিয়া ডনের হদিশ পেয়েছে। আর এ জন্য পুলিশ গুগল ম্যাপস (Google Maps)-কে ধন্যবাদ দিয়েছে।
আরও পড়ুন: সাদা মনোকিনিতে Ananya Pandey, কার 'জালে' ধরা দিলেন!
এ নিয়ে সংবাদসংস্থা রয়টার্স একটি খবর প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, দু'বছর ধরে তদন্ত চলেছে। আর তারপর ৬১ বছরের মাফিয়া গিয়োচ্চিন্নো গ্যাম্মিনোকে ধরতে পেরেছে পুলিশ।
আরও পড়ুন: রাত-বিরেতে ঘুঙুরের শব্দ, ধূপধুনোর গন্ধও, শান্তিপুরের সেই বাড়িতে যাবেন?
তাকে স্পেনের গ্যালাপাগর থেকে ধরা হয়েছে। সেখানে ভুয়ো পরিচয়ে থাকছিল সে।
সেখানে গুগল ম্যাপস (Google Maps) স্ট্রিট ভিউ ফিচার (Street View Feature)-এর সাহায্য় নিয়েছে। গুগুল ম্যাপসের স্ট্রিট ভিউ পুলিশের নজরে আসে।
আরও পড়ুন: এক চার্জেই কলকাতা থেকে গঙ্গাসাগর, কামাল মহিন্দ্রা Treo-র