scorecardresearch
 
Advertisement
টেক

৫৩ কোটি Facebook ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস, রয়েছে ৬০ লক্ষ ভারতীয়দের ডেটাও

tech
  • 1/6

ফেবুকের সুরক্ষা ফের প্রশ্নের মুখে। ফাঁস হয়েছে প্রায় ৫৩.৩ কোটি ফেসবুক গ্রাহকের তথ্য। এর মধ্যে রয়েছে ৬১ লক্ষ ভারতীয়দের তথ্য। ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জাকারবার্গের ফেসবুক আইডির তথ্যও ফাঁস হয়েছে বলে খবর।
 

tech
  • 2/6

ফেসবুকের দাবি, এটা পুরনো খবর। এই ঘটনা ঘটেছিল ২০১৯ সালের আগস্ট মাসে। সমস্যা তখনই মিটিয়ে দেওয়া বলে দাবি করা হয়েছে।

tech
  • 3/6

অনলাইন হ্যাকিং সাইট ফেসবুকের অন্দরমহলে ঢুকে তথ্য বের করে এনেছে বলে খবর। হাডসন রক সাইবার ক্রাইম ইনটালিজেন্স ফার্মের তরফে। শনিবার টুইট করে এ খবর প্রকাশ করা হয়েছে। 
 

Advertisement
tech
  • 4/6

এই ৫৩ কোটি ফেসবুক ইউজার বিশ্বের ১০৬টি দেশের মানুষ। মার্কিন, ব্রিটেন ও বাংলাদেশের ইউজারদের তথ্যও ফাঁস হয়েছে বলে খবর। সেই তথ্য মোটা অঙ্কে বিক্রি হয়েছে। 
 

tech
  • 5/6

ওয়াকিবহালমহল জানাচ্ছে,  ফেসবুক ইউজারদের বিপাকে ফেলতে পারে হ্যাকাররা।  আর্থিক প্রতারণারও মুখোমুখি হতে পারেন বলে জানাচ্ছেন তাঁরা। তাই অতিরিক্ত সাবধানতা বজায় রাখার পরামর্শ দিচ্ছেন তাঁরা। 

tech
  • 6/6

নানা অপরাধমূলক, অবৈধ ও জালিয়াতি কর্মকাণ্ডে ব্যবহার করতে পারে হ্যাকাররা। বিশেষ করে ব্যক্তিগত মোবাইল নম্বরটি বেহাত হয়ে যাওয়াকে ‘সবচেয়ে উদ্বেগজনক’ মনে করছেন নিরাপত্তা গবেষকরা।

Advertisement