ভারতীয় গেমারদের জন্য খারাপ খবর। কয়েকদিন আগেই ধুমধাম করে লঞ্চ হয়েছে PUBG New State গেমটি। PUBG ভক্তরা ভেবেছিল ভারতেও হয়তো এই গেমটি লঞ্চ হবে। কিন্তু এদিন পাবজির মূল সংস্থা জানিয়ে দিয়েছে, ভারতে আপাতত এই গেমটি মুক্তির বিষয়ে কোনও পরিকল্পনাই তারা করেননি। মূলত পাবজি এখনও আইনি জটিলতায় আটকে রয়েছে ভারতে।
২০২০ সালে বেশ কয়েকটি চাইনিজ অ্যাপ কেন্দ্রীয় সরকার নিষিদ্ধ করে দেয়। তার মধ্যে ছিল পাবজি, টিকটকের মতো জনপ্রিয় অ্যাপগুলিও। তার পর থেকে ভারতে নিষিদ্ধ হয়ে রয়েছে পাবজি।
তবে সম্প্রতি ভারতে ফেরার বিষয়ে মুখিয়ে রয়েছে সংস্থা। নিষিদ্ধ হয়ে যাওয়ার পরে নতুন ভাবে ফিরে আসতে চাইছে পাবজি। এই জন্য পাবজি মোবাইল ইন্ডিয়া নামে নয়া একটি গেম নিয়ে আসা হয়েছে। সংস্থার তরফে বলা হয়েছে, সম্পূর্ণ এদেশের আদলেই এই গেমটি তৈরি হয়েছে। আগের পাবজির ভারতে সম্প্রচার ও প্রকাশনা ছিল এই চিনা কোম্পানির হাতে। সেই কোম্পানিকেও সরিয়ে দেওয়া হয়েছে।
পাবজি জানিয়েছে, ভারতের ক্ষেত্রে সম্পূর্ণ ভারতীয় একটি কোম্পানি এর প্রকাশনার দায়িত্ব পাবে। সেই সঙ্গে এদেশে মোটা অঙ্কের বিনিয়োগ করতেও তৈরি তারা। কিন্তু এখনও পাবজি গেমটির কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সবুজ সংকেত পায়নি। ফলে আদৌ ভারতের ক্ষেত্রে গেমটির ভবিষ্যত কী হবে তা ঘিরে কাটছে না জটিলতা।
কয়েকদিন আগে বিখ্যাত কয়েকজন ইউটিউবার দাবি করেছিলেন, পাবজি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়ে গিয়েছে। আগামী ২ মাসের মধ্যেই তা ঘোষণা হতে পারে। যদিও এখনও কেন্দ্রের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক এবং পাবজি সংস্থা কেউই এই বিষয়ে কোনও কথা বলেনি। বলে সেই দাবির কতটা সত্যতা রয়েছে, তা নিয়ে বাড়ছে ধন্ধ।
PUBG New State গেমটি মূলত ২০৫০ সালকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। ২০৫০ সালে পৃথিবীর ছবি কেমন হতে পারে। সেই সময়ে যুদ্ধের ছবি কেমন হতে পারে, তা নিয়েই মূলত গেমটি তৈরি করা হয়েছে। এই গেমে স্কিন থেকে শুরু করে বন্দুকে অনেক বদল আনা হয়েছে। বলা যেতে পারে একেবারে নয়া আদলে এই গেমটি নিয়ে আসা হয়েছে গেমারদের কাছে। ফলে স্বাভাবিক ভাবেই ভারতীয় গেমাররা আশা করেছিলেন এই গেমটি এদেশে চালু হতে পারে। কিন্তু সেই আশায় কার্যত জল ঢেলে দিয়ে পাবজির মূল সংস্থা ক্রাফটন।