ভারতে লঞ্চ হয়েছে সস্তার স্মার্টফোন POCO M4 Pro 5G। সম্প্রতি লঞ্চ হওয়া অপর একটি ফোন Vivo T1 5G-এর সঙ্গে এর কড়া টক্কর হবে বলে মনে করা হচ্ছে। দুটি স্মার্টফোনেই 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি রয়েছে। তাই যদি আপনার সস্তায় 5G ফোন কেনার প্ল্যান থাকে তাহলে এই দুটির মধ্যে একটি বেছে নিতে পারে
POCO M4 Pro 5G-তে রয়েছে Android 11 বেসড MIUI 12.5। এতে রয়েছে 6.6-inch-র full-HD+ স্ক্রিন। তাছাড়াও এতে পাবেন Octa-Core MediaTek Dimensity 810 প্রসেসার।
ফোনটিতে 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের অপশান রয়েছে। একইসঙ্গে দেওয়া হয়েছে 50MP + 8MP ক্যামেরা সেটআপ। সামনে 16MP সেলফি ক্যামেরা। 5000mAh ব্যাটারিতে রয়েছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট।
আরও পড়ুন - ওজন ১০০ কিলো, এই কারণেই মহিলার আয় মাসে ১০ লক্ষ
এই ফোনটি তিনটি কনফিগারেশানে লঞ্চ করা হয়েছে। 4GB RAM + 64GB স্টোরেজ ভ্যারিান্টের দাম 14,999 টাকা, 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়ান্টের দাম 16,999 টাকা এবং 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়ান্টের দাম 18,999 টাকা। ফোনটি পাওয়া যাচ্ছে Cool Blue, Poco Yellow ও Power Black, এই তিনটি রঙে। Flipkart থেকেও এই ফোনটি কিনতে পারবেন আপনি।
এবার আসা যাক Vivo T1 5G-এর কথায়। এই স্মার্টফোনটি Android 12 বেসড FunTouch OS 12-এ কার্যকরী। ফোনটিতে রয়েছে 6.58-inch Full-HD+ IPS LCD স্ক্রিন। এর প্রসেসার Qualcomm Snapdragon 695 5G।
এই ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা, যার প্রধান লেন্স 50MP। তাছাড়া রয়েছে 2MP-র আরও দুটি লেন্স। ফোনটির সেলফি ক্যামেরা 16MP। 5000mAh ব্যাটারিতে রয়েছে 18W চার্জিং সাপোর্ট।
Vivo T1 5G-এরও রয়েছে তিনটি কনফিগারেশান। 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়ান্টের দাম 15,990 টাকা, 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়ান্টের দাম 16,990 টাকা এবং 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়ান্টের দাম 19,990 টাকা। রয়েছে দুটি রঙের অপশান। সেগুলি হল Rainbow Fantasy ও Starlight Black। এই ফোনটিও ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।