scorecardresearch
 
Advertisement
টেক

রোদে রং বদলায় এই ফোন! লঞ্চ হচ্ছে Reame 9 Pro 5G, দাম কেমন?

আজই লঞ্চ Realme 9 Pro 5G ও Realme 9 Pro+ 5G-এর
  • 1/6

আজ ভারতে লঞ্চ Realme 9 Pro 5G ও Realme 9 Pro+ 5G। এর মধ্যে Realme 9 Pro+ 5G-তে রয়েছে MediaTek Dimensity 920 প্রসেসার। সংস্থা জানিয়েছে ফোনটিতে 50 মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর দেওয়া হবে। 

আজই লঞ্চ Realme 9 Pro 5G ও Realme 9 Pro+ 5G-এর
  • 2/6

Realme 9 Pro 5G ও Realme 9 Pro+ 5G-তে Light Shift Design ব্যবহার  করা হয়েছে। এতে স্মার্টফোনের রং সূর্যের আলোয় বদলে যায়। 

 

আরও পড়ুনএই গানগুলির জন্য চিরস্মরণীয় থাকবেন সন্ধ্যা, দেখুন

আজই লঞ্চ Realme 9 Pro 5G ও Realme 9 Pro+ 5G-এর
  • 3/6

Realme 9 Pro 5G ও Realme 9 Pro+ 5G ফোনের লঞ্চ আজ ১৬ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় শুরু হবে। ইভেন্টটি Realme-এর অফিসিয়াল YouTube চ্যানেলে দেখা যাবে। 

Advertisement
আজই লঞ্চ Realme 9 Pro 5G ও Realme 9 Pro+ 5G-এর
  • 4/6

সম্ভাব্য দাম
সংস্থার মাধব শেঠ YouTube-এর AMA সেশনে জানিয়েছিলেন যে  Realme 9 Pro সিরিজের দাম 15,000 টাকার ওপরে হবে। এর আগের আরও একটি রিপোর্ট অনুযায়ী Realme 9 Pro-এর দাম 18,999 টাকা থেকে শুরু হতে পারে। আর Realme 9 Pro+ এর দাম শুরু হতে পারে 24,999 টাকা থেকে। 

আজই লঞ্চ Realme 9 Pro 5G ও Realme 9 Pro+ 5G-এর
  • 5/6

স্পেসিফিকেশান
জানা যাচ্ছে Realme 9 Pro+-এ MediaTek Dimensity 920 প্রসেসার Arm Mali-G68 GPU সহ দেওয়া হবে। তাছাড়াও এতে দেওয়া হবে OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। 
 

আজই লঞ্চ Realme 9 Pro 5G ও Realme 9 Pro+ 5G-এর
  • 6/6

Realme 9 Pro series-এ Sunrise Blue এবং সবুজ রঙের অপশান থাকতে পারে। Realme 9 Pro+ ফোনে embedded হার্ট রেট সেন্সর দেওয়া হয়েছে বলেও জানাচ্ছে সংস্থা। 
 

Advertisement