Advertisement
টেক

Samsung Smartphone : ৫০ হাজার টাকা ছাড়ে মিলছে এই দুর্দান্ত স্মার্টফোন, রয়েছে ২০০ MP-র ক্যামেরাও

৫০ হাজার টাকা ছাড়ে মিলছে এই দুর্দান্ত স্মার্টফোন
  • 1/7

নতুন স্মার্টফোন কিনতে চান। কিন্তু কী কিনবেন বুঝতে পারছেন না? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। ২০০ মেগাপিক্সেলের স্মার্টফোন কিনতে পারেন অত্যন্ত কম দামে। এই অফার দিচ্ছে স্যামসং। গত বছর এই ফোনটি লঞ্চ করা হয়েছিল। এখন ৫০ হাজার টাকা ছা়ড়ে পাওয়া যাচ্ছে। 

৫০ হাজার টাকা ছাড়ে মিলছে এই দুর্দান্ত স্মার্টফোন
  • 2/7

ফোনটি হল Samsung Galaxy S24 Ultra। লঞ্চের সময় এই ফোনের দাম রাখা হয়েছিল ১,৩৪,৯৯৯ টাকা। তবে এখন Flipkart-এ ৮৬,৮২৩ টাকায় বিক্রি হচ্ছে। এই দামের মধ্যে পাবেন ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। 
 

৫০ হাজার টাকা ছাড়ে মিলছে এই দুর্দান্ত স্মার্টফোন
  • 3/7

তবে সব রঙের ভেরিয়েন্টের দাম কিন্তু এক নয়। ৮৬,৮২৩ টাকায় আপনি Samsung Galaxy S24 Ultra 5G-এর টাইটানিয়াম গ্রে রং পাবেন। টাইটানিয়াম ব্ল্যাক ভার্সনের দাম আরও ১,০০০ টাকা বেশি হবে।
 

Advertisement
৫০ হাজার টাকা ছাড়ে মিলছে এই দুর্দান্ত স্মার্টফোন
  • 4/7

যদিও ব্যাঙ্ক অফারের আওতায় ৪,০০০ টাকা সাশ্রয় করতে পারবেন। Flipkart SBI ক্রেডিট কার্ড এবং Flipkart Axis Bank ক্রেডিট কার্ডের সাথে ৪,০০০ টাকার ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। ফলে ফোনটির দাম কমে ৮২,৮২৩ টাকায় নেমে আসবে। 
 

৫০ হাজার টাকা ছাড়ে মিলছে এই দুর্দান্ত স্মার্টফোন
  • 5/7

এই দামে আপনি ২০০MP + ৫০MP + ১২MP + ১০MP কোয়াড রিয়ার ক্যামেরা এবং ১২MP ফ্রন্ট ক্যামেরা স্মার্টফোনটি পাবেন। এই হ্যান্ডসেটটিতে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর রয়েছে। 
 

৫০ হাজার টাকা ছাড়ে মিলছে এই দুর্দান্ত স্মার্টফোন
  • 6/7

Samsung Galaxy S24 Ultra 5G-তে ৬.৮ ইঞ্চি কোয়াড HD+ AMOLED ডিসপ্লে রয়েছে। এই ফোনটিতে ৫,০০০mAh ব্যাটারি রয়েছে। 
 

৫০ হাজার টাকা ছাড়ে মিলছে এই দুর্দান্ত স্মার্টফোন
  • 7/7

যদি ভালো প্রসেসর, AI সহকারী এবং একটি দুর্দান্ত ক্যামেরা সহ স্মার্ট ফোন চান, তাহলে এই ফোন ব্যবহার করে দেখতে পারেন। এই স্মার্টফোনটি ২০৩১ সাল পর্যন্ত সফ্টওয়্যার আপডেট পেতে থাকবে। 

Advertisement