scorecardresearch
 
Advertisement
টেক

WhatsApp Privacy Policy: নতুন নীতিতে সম্মতি না দিলে ১৫ মে'র পর কী হবে অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ ? জেনে নিন বিস্তারিত

WhatsApp
  • 1/12

হোয়াটস অ্যাপের নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ করার শেষ দিন ১৫ মে। যদিও এই প্রাইভেসি পলিসি জানুয়ারি মাসের শুরুতেই প্রকাশ্যে নিয়ে আসে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তাদের তরফে বলা হয় ৪ ফেব্রুয়ারির মধ্যে এই প্রাইভেসি পলিসি গ্রহণ করুন না করলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হবে। 
 

WhatsApp
  • 2/12

 কিন্তু নতুন প্রাইভেসি পলিসির  বিস্তারিত বিবরণ পড়ে ইউজাররা বেঁকে বসেন। আর সেই সময়ে ইউজারদের হাতে রাখতে প্রাইভেসি পলিসি কার্যকরের দিন পিছিয়ে দিতে বাধ্য হয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
 

WhatsApp
  • 3/12

এখন হোয়াটসঅ্যাপ জানিয়েছে তারা নতুন প্রাইভেসি পলিসি তে বেশ কিছু পরিবর্তন এনেছে। এবারের  প্রাইভেসি পলিসিতে থাকছে দুটি অপশন। 
 

Advertisement
WhatsApp
  • 4/12

হোয়াটস অ্যাপ-এর একটি এফএকিউ পেজ জানিয়েছে যে , আপনাদের যথেষ্ট সময় দেওয়া হলো নতুন পরিববর্তনগুলি খতিয়ে দেখা ও বোঝার জন্যে। এর জন্যে আমরা কার্যকরী সময় ১৫ই মে পর্যন্ত বাড়িয়েছি।
 

WhatsApp
  • 5/12

সুতরাং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার জন্য যে নতুন নীতি ঘোষণা (‘প্রিভেসি পলিসি’) করেছে হোয়াটসঅ্যাপ, আগামী ১৫ মে-র মধ্যে তাতে সম্মতি জানাতেই হবে ব্যবহারকারীদের। 
 

WhatsApp
  • 6/12

যাঁরা সম্মতি জানাবেন না ১৫ মে-র পর তাঁদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অকেজো (ইনঅ্যাক্টিভ) হয়ে যাবে। তার ৪ মাস পর (১২০ দিন) সেই অ্যাকাউন্ট পুরোপুরি মুছে দেওয়া (‘ডিলিট’)হবে। 

WhatsApp
  • 7/12

কিন্তু ভারতের ক্ষেত্রে কী হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ এ নিয়ে সম্প্রতি দেশের শীর্ষ আদালত হোয়াটসঅ্যাপকে নোটিস দিয়ে আগামী ৪ সপ্তাহের মধ্যে বিস্তারিত জানাতে বলেছে।
 

Advertisement
WhatsApp
  • 8/12

নয়া নীতিতে সম্মতি না জানালে ব্যবহারকারীদের কী কী মাশুল গুণতে হবে নিজেদের আলাদা একটি পেজে পেজেও তা সবিস্তারে জানিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ।
 

WhatsApp
  • 9/12


এক্ষেত্রে প্রথম অপশনটি হল আপনি যদি এই প্রাইভেসি পলিসি গ্রহণ না করেন তবে আপনি কল এবং নোটিফিকেশন পাবেন কিন্তু আপনি কাউকে কোনও মেসেজ পাঠাতে পারবেন না। 

 

WhatsApp
  • 10/12

যদি তখনও আপনি পলিসি গ্রহণ না করেন তাহলেও আপনার অ্যাকাউন্ট  সঙ্গে সঙ্গে ডিলিট করা হবে না। তবে আপডেট পলিসি গ্রহণ না করা অবধি মেসেজ আদান-প্রদানের ক্ষেত্রে কিছু সমস্যায় পড়তে পারেন। ক্ষণস্থায়ী সময়ের জন্যে আপনারা ফোন ও নোটিফিকেশন পাবেন। কিন্তু হোয়াটস অ্যাপে আর মেসেজ পাঠাতে বা পড়তে পারবেন না। 

WhatsApp
  • 11/12

হোয়াটস অ্যাপ-এর ওই এফএকিউ পেজটি জানিয়েছে যে কোনো কোন বিষয়ে ব্যবহারকারীরা হোয়াটস অ্যাপ ব্যবহারে ছাড় পাচ্ছেন। সেই অনুযায়ী ১৫ই মে-এর পরও ব্যবহারকারীরা আপডেট পলিসি গ্রহণ করতে পারবেন। নিষ্ক্রিয় ব্যবহারকারীদের ক্ষেত্রে কার্যকর থাকবে আপডেট পলিসি। 

Advertisement
WhatsApp
  • 12/12

 ১৫ই মে-এর আগে ব্যবহারকারীরা চ্যাট হিস্ট্রি এক্সপোর্ট করতে পারবেন এবং অ্যাকাউন্টের তথ্য রিপোর্ট ডাউনলোড করতে পারবেন। এর মধ্যে যাঁরা এই নীতি মেনে নেবেন না, তাঁরা আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না।

Advertisement