scorecardresearch
 

১ টাকায় ১ কেজি আটা-৫০০ আলু! দিচ্ছে Amazon Fresh

অ্যামাজন ফ্রেশে, গ্রোসারি ছাড়াও, আরও অনেকগুলি বিভাগ যুক্ত করা হয়েছে। এবার এখান থেকে সস্তায় ফ্যান ও রুম হিটারও কেনা যাবে। পাশাপাশি কম্পিউটার ও অ্যাকসেসরিজেও দেওয়া হচ্ছে বাম্পার ডিসকাউন্ট।

Advertisement
ছবিটি প্রতীকী ছবিটি প্রতীকী
হাইলাইটস
  • মুদির সামগ্রী জলের দরে
  • দিচ্ছে অ্যামাজন ফ্রেশ
  • তবে রয়েছে একটি শর্ত

ই-কমার্স সাইট অ্যামাজনে মুদির সামগ্রী খুব সস্তায় বিক্রি হচ্ছে। Amazon Fresh থেকে গ্রাহক সস্তায় মুদি জিনিস কিনতে পারবেন। Amazon Fresh-এ মাত্র ১ টাকায় কেনা যাবে অনেক কিছু। Amazon Fresh-এ মাত্র ১ টাকায় কেনা যাবে তরমুজ। এছাড়া অফারে ১ কেজি আটাও বিক্রি হচ্ছে ১ টাকায়। পাশাপাশি হাফ কেজি আলুও ১ টাকায় কিনতে পারবেন গ্রাহক। 

Pillsbury Chakki Fresh Atta-র ১ কেজি প্যাকেট Amazon Fresh-এ বিক্রি হচ্ছে ১ টাকায়। অন্যান্য আইটেমেও দেওয়া হচ্ছে ছাড়। গৃহস্থালির অনেক সামগ্রীতে ৫০% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। 

অ্যামাজন ফ্রেশে, গ্রোসারি ছাড়াও, আরও অনেকগুলি বিভাগ যুক্ত করা হয়েছে। এবার এখান থেকে সস্তায় ফ্যান ও রুম হিটারও কেনা যাবে। পাশাপাশি কম্পিউটার ও অ্যাকসেসরিজেও দেওয়া হচ্ছে বাম্পার ডিসকাউন্ট। 

অ্যামাজন ফ্রেশ-এ এই ধরনের অফারগুলি মাঝেমধ্যেই দেওয়া হয়৷ তবে এই জিনিসগুলি ১ টাকায় কেনা গেলেও চেকআউট করা জন্য  Amazon Fresh থেকে আরও ১৯৮ টাকা সামগ্রী কিনতে হবে। অর্থাৎ Amazon Fresh থেকে ন্যূনতম কার্ট ভ্যালু হল ১৯৯ টাকা৷ 

আরও পড়ুনচন্দ্রগ্রহণে সূর্য-মঙ্গলের স্থান পরিবর্তন, এই ৩ রাশির সাবধানতা জরুরি


 

Advertisement