scorecardresearch
 

আজ শুরু Amazon Summer Sale, এই ফোনগুলিতে ৪০% ছাড়

ক্রেতার যদি ICICI ব্যাঙ্ক, Kotak ব্যাঙ্ক বা RBL ব্যাঙ্কের কার্ড থাকে তাহলে নির্দিষ্ট কিছু আইটেমগুলিতে অতিরিক্ত ১০% ছাড় পাবেন। পাশাপাশি গ্রাহকরা এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট EMI-এর অপশানও পাবেন। তাছাড়াও Apple, OnePlus, Xiaomi এবং Samsung সহ অন্যান্য ব্র্যান্ডের ডিভাইসগুলি ৪০% পর্যন্ত ছাড়ে কেনা যাবে। 

Advertisement
Amazon Amazon
হাইলাইটস
  • অ্যামাজনে শুরু হচ্ছে সেল
  • স্মার্টফোনে প্রচুর ছাড়
  • রয়েছে আরও অফার

বুধবার 4 মে ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ শুরু হচ্ছে  Summer Sale। এই সেলে, গ্যাজেট এবং ইলেকট্রনিক আইটেমগুলিতে ডিসকাউন্টসহ অন্যান্য অফার দেওয়া যাচ্ছে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

ক্রেতার যদি ICICI ব্যাঙ্ক, Kotak ব্যাঙ্ক বা RBL ব্যাঙ্কের কার্ড থাকে তাহলে নির্দিষ্ট কিছু আইটেমগুলিতে অতিরিক্ত ১০% ছাড় পাবেন। পাশাপাশি গ্রাহকরা এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট EMI-এর অপশানও পাবেন। তাছাড়াও Apple, OnePlus, Xiaomi এবং Samsung সহ অন্যান্য ব্র্যান্ডের ডিভাইসগুলি ৪০% পর্যন্ত ছাড়ে কেনা যাবে। 

সস্তা স্মার্টফোনে ছাড় 
Amazon Sale-এর মাধ্যমে Samsung Galaxy M33 কেনা যাবে ১৭,৯৯৯ টাকায়। এছাড়া ১৩,৯৯৯ টাকায় কেনা যাবে iQooZ6 5G। Redmi Note 11T 5G সেলে ১৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। পাশাপাশি এই সেলে ১৬,৪৯৯ টাকায় কেনা যাবে Redmi Note 11S। 

মাঝারি দামের স্মার্ট ফোন
সেলে ২২,৪৯৯ টাকায় কেনা যাবে OnePlus Nord CE 2 5G। পাশাপাশি ২৫,৯৯০ টাকায় কেনা যাবে Vivo V21 5G। Oppo F21 Pro Amazon সেলে ২২,৯৯৯ টাকায় পাওয়া যাবে। আর Samsung Galaxy M52 5G-র জন্য খরচ করতে হবে ২৩,৯৯৯ টাকা। 

প্রিমিয়াম স্মার্টফোন 
কারও যদি প্রিমিয়াম স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকে, তাহলে Amazon Sale-এ Xiaomi Mi 11X Pro ৩৪,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এছাড়াও ৩৩,৯৯০ টাকায় পাওয়া যাবে iQoo 9 SE 5G। Samsung-এর Galaxy A52s স্মার্টফোনটি এই সেলে মিলবে ৩২,৪৯৯ টাকায়। 

অ্যাপল ফোনেও অফার 
অ্যামাজন সেলে অ্যাপলের লেটেস্ট আইফোনেও মিলবে আকর্ষণীয় অফার। এই সেলের মাধ্যমে ক্রেতা Apple iPhone SE 3 এর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট ৪৩,৯০০ টাকায় কিনতে পারবেন। iPhone 13-এর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য ক্রেতাকে খরচ করতে হবে ৬৬,৯০০ টাকা। আর iPhone 13 Pro-এর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য দিতে হবে ১,১৯,৯০০ টাকা। 

Advertisement

আরও পড়ুনলটারিতে ৩৬০০ কোটি পেলেন ব্যক্তি, টাকা পেতে মানতে হবে আজব শর্ত


 

Advertisement