scorecardresearch
 

এই প্ল্যানে ২৩০ টাকারও কমে সারা বছর অ্যাকটিভ থাকবে সিম, জানুন বিস্তারিত

কোম্পানি এই প্ল্যানের নাম দিয়েছে ভয়েস রেট কাটার। এতে অন-নেট এবং অফ-নেট কলের হার প্রতি মিনিটে ২০ পয়সা হয়ে যায়। মোবাইলে অন্য কোনও ডেটা প্ল্যান বা ব্যালেন্স না থাকলেও, এই প্ল্যানের মাধ্যমে সিম কার্ড চালু থাকবে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • ২২৮ টাকায় সারা বছর চালু থাকবে সিম
  • বিএসএনএল-এর প্রিপেইড প্ল্যান
  • এই বছর ৪জি চালু করতে পারে সংস্থা

অনেকসময় সেকেন্ডারি সিম চালু রাখতেও অনেক টাকা খরচ করতে হয়। কিন্তু সেটা খুব বেশি ব্যবহার হয় না। শুধুমাত্র ব্যাঙ্কে বা অন্য কোথাও নম্বর যুক্ত থাকার কারণে অনেকেই নম্বরটি চালু রাখতে চান। এই পরিস্থিতিতে, আপনি বছরে প্রায় ২৩০ টাকা খরচ করে সিমটি অ্যাকটিভ রাখতে পারেন।

এই নতুন প্রিপেইড প্ল্যানটি কিছুদিন আগে সরকারি টেলিকম কোম্পানি BSNL লঞ্চ করেছিল। BSNL-এর ১৯ টাকার একটি প্রিপেইড প্ল্যান রয়েছে যা ৩০ দিনের জন্য নম্বর বা সিমকে অ্যাকটিভ রাখতে সাহায্য করবে।

কোম্পানি এই প্ল্যানের নাম দিয়েছে ভয়েস রেট কাটার। এতে অন-নেট এবং অফ-নেট কলের হার প্রতি মিনিটে ২০ পয়সা হয়ে যায়। মোবাইলে অন্য কোনও ডেটা প্ল্যান বা ব্যালেন্স না থাকলেও, এই প্ল্যানের মাধ্যমে সিম কার্ড চালু থাকবে।

অর্থাৎ কল রিসিভ এবং অন্যান্য পরিষেবা পাওয়া যাবে। যদি এক বছরের জন্য ১৯ টাকার প্ল্যান নেন, তাহলে সেই প্ল্যানে খরচ হবে মাত্র ২২৮ টাকা। BSNL-এর এই প্রিপেইড প্ল্যানটি অন্যান্য টেলিকম অপারেটরের তুলনায় অনেক সস্তা।

অন্যান্য টেলিকম সংস্থার সিম সক্রিয় রাখতে ৫০ থেকে ১২০ টাকা খরচ করতে হয়। ১৯ টাকার তুলনায় যেটি বেশ ব্যয়বহুল। এই কারণে, যদি সেকেন্ডারি সিম থাকে তবে ইউজার ১৯ টাকার প্রিপেড প্ল্যান ব্যবহার করতে পারেন। 

তবে এই প্ল্যানে 3G পরিষেবা পাওয়া যাবে, যেখানে অন্যান্য টেলিকম অপারেটররা 4G পরিষেবা অফার করে। যদিও বিএসএনএল এই বছরের ১৫ অগাস্ট 4G পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুনFlipkart নয়া সেল, অবিশ্বাস্য কম দামে মিলছে 5G স্মার্টফোন

আরও পড়ুনসরকারি ব্যাঙ্কে প্রচুর নিয়োগ, আবেদনের তারিখ-যোগ্যতা বিস্তারিত

Advertisement

 

Advertisement