scorecardresearch
 

ভার্চুয়াল বিশ্ব Metaverse-এ শো করলেন প্রথম ভারতীয়, কেমন হল?

ভারতীয় সঙ্গীত শিল্পীদের মধ্যে প্রথম হিসেবে Metaverse-এ ইভেন্ট করলেন দলের মেহেন্দি (Daler Mehndi)। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশের প্রথম সঙ্গীত শিল্পী হিসেবে আয়োজিত হল দলের মেহেন্দির অনুষ্ঠান। গত ১৭ তারিখই এই অনুষ্ঠানের ঘোষণা করেছিলেন তিনি।

Advertisement
Metaverse-এ দলের মেহেন্দি Metaverse-এ দলের মেহেন্দি
হাইলাইটস
  • মেটাভার্সে শো করলেন দলের মেহেন্দি
  • সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত হয় শো
  • শো করে নিজেকে ভাগ্যবান মনে করছেন শিল্পী

Metaverse বা ভার্চুয়াল দুনিয়া নিয়ে ক্রমেই বাড়ছে উন্মাদনা। অনেক সঙ্গীত শিল্পীই Metaverse-এ নিজেদের ইভেন্ট করছেন। এবার ভারতীয় সঙ্গীত শিল্পীদের মধ্যে প্রথম হিসেবে Metaverse-এ ইভেন্ট করলেন দলের মেহেন্দি (Daler Mehndi)। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশের প্রথম সঙ্গীত শিল্পী হিসেবে আয়োজিত হল দলের মেহেন্দির অনুষ্ঠান। গত ১৭ তারিখই এই অনুষ্ঠানের ঘোষণা করেছিলেন তিনি। ৭৩ তম সাধারণতন্ত্র দিবসে তিনি মেটাভার্সে অনুষ্ঠান করবেন বলে জানিয়েছিলেন দলের মেহেন্দি। 

এই নিয়ে পোস্টারও শেয়ার করেছিলেন দলের মেহেন্দি। তাতে দেখা গিয়েছিল পারফরম্যান্স Party Nite-এ হবে। এই Party Nite-ই হল ভারতের প্রথম মেটাভার্স স্পেস। Party Nite হল ব্ল্যাকচেন দ্বারা পরিচালিত একটি ডিজিটাল প্যারালাল স্পেস। এখানে লোকজন বন্ধুদের সঙ্গে কাস্টমাইজেবল অবতারে হ্যাঙ্গআউট করার পাশাপাশি নতুন মানুষদের সঙ্গে আলাপ বা পার্টি করা এবং ইভেন্টে যোগ দিতে পারেন৷ 

মেটাভার্সে দলের মেহেন্দি নমো নমো, ইন্ডিয়া ইন্ডিয়া এবং জাগো ইন্ডিয়ার মতো এভারগ্রিন হিটে পারফর্ম করেন। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন দলের মেহেন্দি। এর আগে Travis Scott, Justin Beiber, Marshmello-এর মতো শিল্পীরাও মেটাভার্সে অনুষ্ঠান করেছেন। প্রসঙ্গত মেটাভার্স হল একটি ভার্চুয়াল নেটওয়ার্ক, যেখানে মানুষ একে-অপরের সঙ্গে যোগাযোগের সুযোগ পান। 

Advertisement

আরও পড়ুন - তাপমাত্রা বাড়ল, আবারও বৃষ্টির সম্ভাবনা নাকি ফিরবে শীত?


 

Advertisement