scorecardresearch
 

Twitter Deal Cancel: ঢের হয়েছে এবার কোর্টে দেখা হবে, এলনকে হুঁশিয়ারি টুইটার কর্মীদের

৪৪ বিলিয়ন ডলারের চুক্তিতে টুইটার একাধিক নিয়ম ভেঙেছে বলে অভিযোগ দুনিয়ার ধনীতম ব্যক্তি তথা টেসলার মালিক এলন মাস্কের।

Advertisement
এলন মাস্ক। এলন মাস্ক।
হাইলাইটস
  • টুইটার চুক্তি বাতিল করলেন মাস্ক।
  • আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সংস্থার।

টুইটার কেনার চুক্তি বাতিল করলেন ইলন মাস্ক। ৪৪ বিলিয়ন ডলারের ওই চুক্তি হওয়ার কথা ছিল। তবে শুরু থেকে টুইটার কেনা নিয়ে চলছিল নানা জটিলতা। চুক্তি স্থগিত রেখেছিলেন এলন মাস্ক। এখন বাতিলই করলেন। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে চলেছে টুইটার কর্তৃপক্ষ। কর্মীদের দাবি, এই গোটা পর্ব 'ক্লান্তিকর' এবং 'অবিশ্বাসে' ভরা।               

৪৪ বিলিয়ন ডলারের চুক্তিতে টুইটার একাধিক নিয়ম ভেঙেছে বলে অভিযোগ দুনিয়ার ধনীতম ব্যক্তি তথা টেসলার মালিক এলন মাস্কের। তাঁর দাবি, ভুয়ো টুইটার অ্যাকাউন্ট নিয়ে কোনও তথ্য তাঁকে দিতে পারেনি সংস্থা। সেজন্য় টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত। টুইটারের চেয়ারম্যান জানিছেন, মাস্কের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবে সংস্থা।

বাতিল হওয়ার পরে সংস্থার ইঞ্জিনিয়ারিং, মার্কেটিং এবং অন্যান্ বিভাগের কর্মীরা মশকরা করতে শুরু করে দিয়েছেন। প্রথম থেকে এই চুক্তি নিয়ে সংশয়ে ছিলেন টুইটারের কর্মীরা। কর্মী ছাঁটাই, ব্যয়সংকোচনের মতো এলন মাস্কের সিদ্ধান্ত খুশি ছিলেন না তাঁরা। এবার হাঁফ ছেড়ে বাঁচলেন। এপ্রিল মাসে শুরু হওয়া নাটকের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন এক কর্মী। ২০২১ সাল পর্যন্ত ৭৫০০ কর্মী ছিল টুইটারের। 
 

 চুক্তি বাতিল করায় এলন মাস্ককে ১ বিলিয়ন ডলার জরিমানা দিতে হবে। তবে আদালতে যদি টুইটারের ভুয়ো অ্যাকাউন্টের অভিযোগের পক্ষে প্রমাণ দিতে পারেন তাহলে জরিমানা থেকে বেঁচে যাবেন মাস্ক।    
 

আরও পড়ুন- ২৫ বছর ধরে আসবে না বিদ্যুৎ বিল, লাভ ওঠান এই সরকারি স্কিমে

Advertisement
Advertisement